ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

নারায়ণগঞ্জে রায়ের প্রতিবাদে বিক্ষোভ, বোমা বিস্ফোরণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯:২২, ১০ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বিক্ষোভ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা যানবাহন ভাঙচুরসহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটায়।

বুধবার দুপুর ১টায় লিংক রোডের ফতুল্লার ভুইগড় এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ধাওয়া করলে বিক্ষাভকারীরা বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার পরিদর্শক (আইসিপি) গোলাম মোস্তফা জানান, একদল বিএনপি নেতাকর্মী লিংক রোডের ভুইগড় এলাকায় স্লোগান দিয়ে একটি সিএনজি ও একটি ব্যাটারিচালিত ইজিবাইক ভাঙচুর করে। এ সময় পুলিশ তাদের ধাওয়া করলে কয়েকটি হাত বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

নিউজওয়ান২৪/এএস

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত