ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

নামাজ আদায়কালে বোমা বিষ্ফোরন, নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১৭, ২৩ নভেম্বর ২০১৮  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত


আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশের একটি মসজিদে নামাজ আদায়ের সময় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় ৫০ জন আহত হয়। এ পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। 

প্রতিবেদন অনুযায়ী, আফগান জাতীয় সেনাবাহিনীর দ্বিতীয় রেজিমেন্টের সদস্যরা তাদের সামরিক ঘাটির একটি মসজিদে শুক্রবারের পবিত্র জুম্মার নামাজ আদায় করতে গেলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। 

স্থানীয় সংবাদ মাধ্যম ‘টোলো নিউজ’ এর কাছে খোস্তের গভর্নরের মুখপাত্র বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেছে। নিহত সবাই আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য বলে জানায় খোস্ত সামরিক ঘাটির মুখপাত্র ক্যাপ্টেইন আব্দুল্লাহ। সূত্র: আল-জাজিরা

নিউজওয়ান২৪/এএস

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত