ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৫
সর্বশেষ:

নাফ নদীতে ভেসে এলো আরো দুই মরদেহ

কক্সবাজার সংবাদদাতা

প্রকাশিত: ০০:৩০, ১৫ জুন ২০২১  

নাফ নদীতে ভেসে এলো আরো দুই মরদেহ

নাফ নদীতে ভেসে এলো আরো দুই মরদেহ

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে আরও দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুন) বিকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের আলী খালী এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

এ নিয়ে গত তিন দিনে নাফ নদীর তীর হতে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো উদ্ধার হলেও তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান বলেন, টেকনাফের হ্নীলায় নাফ নদীর তীরে কেওড়া বাগানে দুটি মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজারে পাঠায়।

এর আগে রোববার এক শিশুর মরদেহ, শনিবার একই নদীর তীরে আরো দুই শিশুসহ রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছিল।

নিউজওয়ান২৪/এসআর

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত