ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

নরসিংদীতে জঙ্গি আস্তানায় সোয়াত টিম

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৫৮, ১৬ অক্টোবর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নব্য জেএমবির আস্তানা সন্দেহে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা সোমবার রাত থেকে নরসিংদীর মাধবদী ও শেখেরচরের যে বাড়ি দুটি ঘিরে রেখেছে, সেখানে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি ও সোয়াত (স্পেশাল উইপন্স অ্যান্ড ট্যাক্টিকস) টিমের সদস্যরা পৌঁছেছে।

মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় তারা।

তথ্যের সত্যতা নিশ্চিত করে সিটিটিসির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবদুল মান্নান বলেন, অভিযানের জন্য সোয়াত টিমকে ডাকা হলে দলটি সকালে ঘটনাস্থলে এসে পৌঁছায়। অপারেশনের প্রস্তুতি চলছে। অপরাশেন যে কোনো সময় শুরু হবে। 

সিটিটিসির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, আস্তানা দুইটির মধ্যে একটি হলো মাধবদীর গাঙপাড় এলাকার পাঁচ তলা একটি ভবন। এই ভবনের ৫ম তলায় অন্তত দুই জন পুরুষ ও একজন নারী রয়েছেন। আর শেখেরচর এলাকার একটি সাততলা ভবনের ৭ম তলায় অন্তত দুই জন নারী রয়েছেন।

নিউজওয়ান২৪/এমএস

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত