ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

‘নরসিংদীতে জঙ্গি আস্তানা’ দুই মামলা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৭, ১৮ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

নরসিংদীর পৃথক জঙ্গি আস্তানার ঘটনায় সন্ত্রাস দমন আইনে দু'টি মামলা হয়েছে।

জেলার শেখেরচরের ঘটনায় সদর উপজেলায় বুধবার এবং মাধবদীর ঘটনায় বৃহস্পতিবার মাধবদী থানায় পুলিশ বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, শেখেরচরের ঘটনায় হাফিজকে আসামি করে এবং মাধবদীর ঘটনায় গ্রেফতার হওয়া জঙ্গি মেঘনা ও মৌসহ অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামি করে মামলা করা হয়। মামলায় পলাতক হিসেবে আরো ৩/৪ জনকে দেখানো হয়েছে।

আসামী মেঘনা ও মৌকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে মাধবদী থানার ওসি (তদন্ত) ফজলুর রহমান জানিয়েছেন।

উল্লেখ্য, সোমবার রাতে শেখেরচর ও মাধবদী গাংপাড় এলাকায় জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। এতে ২ জঙ্গি নিহত হয়। গ্রেফতার হওয়াদের মধ্যে দুই নারী জঙ্গি রয়েছে।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
আইন আদালত বিভাগের সর্বাধিক পঠিত