ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

নতুন বছরে নিজ দেশে ফিরতে চায় রোহিঙ্গারা

কক্সবাজার সংবাদদাতা

প্রকাশিত: ১৮:০৮, ৩১ ডিসেম্বর ২০২২  

নতুন বছরে নিজ দেশ মিয়ানমারে ফিরতে চায় বলে জানিয়েছে রোহিঙ্গারা। 

শনিবার দুপুরে হোম নিউ ইয়ার' স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা শিবিরে আয়োজিত সমাবেশে রোহিঙ্গারা এ আকুতি জানান।

দীর্ঘ সময়েও প্রত্যাবাসন না হওয়ায় সমাবেশে হতাশা ব্যক্ত করে নিপীড়িত এই জনগোষ্ঠীর নেতারা বলেছেন, বাংলাদেশের জন্য বোঝা হয়ে আর থাকতে চান না তারা। বিশ্বের সকল জাতির মানুষরা নতুন বছরকে স্বাগত জানিয়ে আনন্দ উদযাপন করবে। কিন্তু তাদের সেই সুযোগ নেই, তারা তখনই খুশি হবেন যখন নিজ তারা দেশে ফিরতে পারবেন।

সমাবেশে পুরুষদের পাশাপাশি রোহিঙ্গা নারী, শিশুরাও যোগ দেন। পোস্টার, প্ল্যাকার্ডে রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যাওয়ার দাবি তোলেন।  

সমাবেশে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যানিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রোহিঙ্গা নেতা মোহাম্মদ জোবায়ের বলেন, নতুন বছর এলে পুরো দুনিয়ার মানুষ নিজ নিজ দেশে সেটি আনন্দ উল্লাসে পালন করে। কিন্তু শরণার্থী জীবনে রোহিঙ্গাদের নতুন বছর বরণের সেই সুযোগ নেই। সামনের দিনগুলোতে আমরাও আমাদের জন্মভূমি আরাকানে বসে নতুন বছর উদযাপন করতে চাই। বিশ্ব সম্প্রদায় আমাদের দেশে ফেরার ব্যাপারে যেন কার্যকর কোনো ব্যবস্থা নেয়।

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত