ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

নখের ওপর সাদা দাগ হয় কেন?

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ০০:৩৩, ৩ মার্চ ২০১৭  

ছোটবেলা থেকেই দেখে আসছেন হাতের নখে আড়াআড়িভাবে সাদা দাগ হয়। আবার কিছুদিন পরে এমনি এমনিই এই দাগ চলে যায়। কিন্তু আপনি কি জানেন হাতের নখে কেন এভাবে সাদা দাগ পড়ে? নিশ্চয়ই ভাবছেন জিঙ্ক বা ক্যালসিয়ামের অভাবে এমন হয়। কিন্তু না, আপনার উত্তর সঠিক হয়নি।

আসলে এই দাগকে ইংরেজিতে মিল্ক স্পট বলে। নখের ওপর কোনো কারণে আঘাত বা চাপ লাগলে অনেক সময় সেখানকার কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়। আবার ধীরে ধীরে নখ গজানোর সময় সেই সাদা দাগ ওপরে উঠতে উঠতে একসময় অদৃশ্য হয়ে যায়। যেহেতু এক মাসে নখ বেড়ে ওঠার হার মাত্র ৩.৫মিমি, তাই দাগ অদৃশ্য হতে কিছুটা সময় লেগেই যায়।

কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই সাদা দাগ নখের ফাংগাল ইনফেকশন বা জ্বরের লক্ষণ হিসেবেও দেখা দিতে পারে। আবার যদি এমন হয় যে এই সাদা দাগ সবগুলো নখের ওপর সমান্তরাল এবং একই জায়গায় বহুদিন ধরে আছে তবে বুঝতে হবে সেটা হল সিসা বা আর্সেনিক বিষক্রিয়ার ফলাফল। সাধারণত বিষক্রিয়ার দুই মাস পরে এমন উপসর্গ দেখা দেয়।

নিউজওয়ান২৪.কম

লাইফস্টাইল বিভাগের সর্বাধিক পঠিত