ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

ধর্ষণের অভিযোগে ঢাবি শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৫, ২২ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) সহকারি অধ্যাপক খালেদ মাহমুদকে ধর্ষণ মামলায় আটক করা হয়েছে। ভাটারা থানার ওসি নুরুল মোত্তাকিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ধর্ষণ মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে আটক করা হয়েছে। তিনি এখন থানায় আছেন।

বুধবার (২১ নভেম্বর) রাতে রাজধানীর ভাটারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন ভুক্তভোগী ওই নারীর স্বামী। এর আগে পুলিশ বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ভুক্তভোগী নারীসহ ওই শিক্ষককে আটক করে। 

মামলার এজাহারে বলা হয়েছে, বিভিন্ন প্রলোভন দেখিয়ে অবৈধ প্রেমের সম্পর্ক তৈরি করে বাদীর স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিযুক্ত শিক্ষক।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, অভিযুক্তের পরিবার এবং সহকর্মীদের মাধ্যমে আমরা বিষয়টি অবহিত হয়েছি। পারিবারিক বিষয়কে কেন্দ্র করে তার বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয়েছে বলে জেনেছি।

নিউজওয়ান২৪/এএস

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত