ঢাকা, ০২ মে, ২০২৫
সর্বশেষ:

ধর্ষক চেয়ারম্যান পালালেন গণপিটুনি খেয়ে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৫, ২৮ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ২০:৪৫, ২৮ সেপ্টেম্বর ২০১৮

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নেত্রকোনার বারহাট্টা উপজেলা চেয়ারম্যান মানিক আজাদের বিরুদ্ধে নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) রাতে বারহাট্টা উপজেলার কলেজরোডে ওই নারীর বাসায় এ ঘটনা ঘটে। বিধবা ওই নারীকে হেফাজতে নিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৮ টার দিকে কলেজ রোডস্থ বিধবার বাসায় ধর্ষণ চেষ্টা চালায় চেয়ারম্যান মানিক। খবর পেয়ে এলাকাবাসী ও বিধবার স্বজনরা গিয়ে তাকে উদ্ধার করে। এ সময় স্থানীয়দের গণধোলাই খেয়ে পালিয়ে যান চেয়ারম্যান। তবে চেয়ারম্যানের পালানোর পরে তার সমর্থকরা বিধবার ঘরে হামলা চালায়।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ফরিদা ইয়াসমিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। সেই সাথে ভিকটিমের নিরাপত্তার স্বার্থে পুলিশি হেফাজতে দেন।

পুলিশ হেফাজতে থাকা ভিকটিম বলেন, সন্ধ্যায় চেয়ারম্যান মানিক ফোন করে বাসায় আসেন। পরে আমাকে জোরপূবর্ক ধর্ষণের চেষ্টা করে। এ সময় চিৎকার করলে স্থানীয়রা চেয়ারম্যান মানিককে গণপিটুনি দেয়।

বারহাট্টা থানা ওসি বদরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে ভিকটিম নিজে বাদী হয়ে মামলা করেন এবং আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজওয়ান২৪

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত