ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

ধনী-গরিবের বিশাল বৈষম্যের ‘কড়া সমালোচনা’ পোপের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৩১, ২৫ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

যিশু খ্রিস্টের জন্ম দরিদ্র পরিবারে হয়েছিল স্মরণ করিয়ে দিয়ে সবাইকে জীবনের অর্থ খুঁজে নেয়ার পরামর্শ দিয়েছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। ওই সময় তিনি বিশ্বজুড়ে ধনী-গরিবের মধ্যকার ‘বিশাল ব্যবধান’এর সমালোচনাও করেন। তাছাড়া উন্নয়নশীল দেশের মানুষদের অনুরোধ জানিয়েছেন সাদাসিধে ও কম বস্তুগত জীবন-যাপনের। 

সোমবার (২৪ ডিসেম্বর) ঐতিহ্যবাহী ‘ক্রিসমাস ইভ’ সমাবেশে দেয়া বক্তৃতায় এসব কথা বলেন পোপ।

যিশুর জন্মের আগের দিন (২৪ ডিসেম্বর) ক্রিসমাস ইভ পালন হয় বিশ্বজুড়ে। খ্রিস্ট ধর্ম মতে, যিশুর জন্ম হয়েছে ২৫ ডিসেম্বর দিবাগত মধ্যরাতে। ক্রিসমাস ইভে মধ্যরাতে যিশুর জন্মের সময়ের আগমুহূর্তে মানুষেরা গির্জায় জড়ো হন। এ সময়ের আগেই উপহার আদান-প্রদান করা হয়। রোমান ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে এ নিয়ে ষষ্ঠ বড়দিন উৎসব পার করছেন ৮২ বছর বয়সী পোপ ফ্রান্সিস। 

সোমবার ভ্যাটিকানে সেন্ট পিটার্স বাসিলিসা গির্জায় এক ধর্মীয় সমাবেশে অংশ নেন তিনি। সেখানে দেয়া বক্তৃতায় পোপ বলেন, আমরা নিজেদেরকে প্রশ্ন করি: জীবনের জন্য এতোসব জিনিসপত্র এবং জটিল প্রণালি কি সত্যিই দরকার? এসব অপ্রযোজনীয় জিনিসগুলো বাদ দিয়ে কি আমি চলতে পারি না? খুব সাদাসিধে জীবন-যাপন করতে পারি না? বিশ্বের মানুষের প্রতি লোভ না করারও আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। 

তিনি বলেন, অনেক মানুষের কাছে জীবনের মানে হলো অধিকার করা, অনেক জিনিস নিজের কাছে রেখে দেয়া। গোটা মানব ইতিহাসেই অতৃপ্ত লোভের ছায়া আছে। কতিপয়ের প্রাচুর্যের বিপরীতে দেখা যায় অনেক মানুষ বেঁচে থাকার ন্যুনতম খাবারটুকুও পাচ্ছে না।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে প্রতিবারের মতো সেন্ট পিটারের ব্যালকনি থেকে ভাষণ দেবেন পোপ। ফ্রান্সিস পোপ হিসেবে দায়িত্ব গ্রহণের শুরু থেকেই বিশ্বের দরিদ্রদের অসহায়ত্ব নিয়ে কথা বলে আসছেন তিনি। ২০১৬ সালে বড়দিনের ভাষণে তিনি সতর্ক করেছিলেন, বস্তুবাদের আধিক্যে বড়দিনের সত্যিকারের মাহাত্ম্য হারিয়ে যাচ্ছে।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত