ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

দ্রুতই মাঠে ফিরবেন সাকিব!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৬, ১৪ অক্টোবর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া থেকে আজ (রোববার) দেশে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। আর বিমানবন্দরে নেমে সাকিব বলেন, ব্যথা অনুভব না হলে এবং হাতের শক্তি ফিরে পেলে দ্রুতই মাঠে ফিরতে পারবো। শঙ্কা নিয়ে অস্ট্রেলিয়া গিয়েছিলাম। ডাক্তারি রিপোর্ট ভালো আসায় চিন্তামুক্ত হয়েছি। 

সাকিব আরে বলেন, ইনফেকশন আন্ডার কন্ট্রোলে আছে। তবে প্রতি সপ্তাহে ব্লাড টেস্টের মাধ্যমে পরীক্ষা করাতে হবে। এটা আবার বাড়ল বা অন্য কোনো সমস্যা হলো কি না, সেটা নিশ্চিত হতে হবে। কিন্তু এখন পর্যন্ত ইনফেকশন কন্ট্রোলেই রয়েছে।
 
এ বছরের শুরুতে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিং করতে গিয়ে বাঁ হাতের কনিষ্ঠায় চোট পেয়েছিলেন সাকিব। ব্যথা কমাতে ইনজেকশন নিয়ে মাঠে নেমেছিলেন বারবার। কিন্তু এশিয়া কাপ খেলার সময় হঠাৎ আঙুল ফুলে যায়। দেখা দেয় ইনফেকশন (সংক্রমণ)। 

যে পরিমাণ পুঁজ আর দূষিত রক্ত বের করা হয়েছে, তাতে শঙ্কিত ছিল সবাই। শঙ্কা ছিল আঙুলের সংক্রমণ আবার না হাড়ে ছড়িয়ে পড়ে। তবে মেলাবোর্নের হাসপাতালের রিপোর্ট অনুযায়ী, সংক্রমণ নিয়ন্ত্রণে আছে। 
 
আপাতত বিশ্রামেই থাকবেন বিশ্বসেরা অলরাউন্ডার। হ্যান্ড থেরাপিস্ট দেখিয়ে এসেছেন। দ্রুত শক্তি ফিরে পেতে কিছু ব্যায়াম দিয়েছেন। সেগুলো নিয়মিত করলেই শক্তি ফিরে পাওয়া যাবে বলে বিশ্বাস করেন সাকিব।

নিউজওয়ান২৪/এএস

খেলা বিভাগের সর্বাধিক পঠিত