ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

দৌড়ে পালিয়েও বাঁচতে পারল না বাপ্পা

গেরামের খবর

প্রকাশিত: ২৩:৪১, ৫ মার্চ ২০১৭  

যশোর শহরের প্রাণকেন্দ্র টাউন হল ময়দানে সাঈদের নেতৃত্বে দুই মোটরসাইকেলে ৫/৬জন যুবক এসে ধাওয়া দেয় বাপ্পা হোসেন পাপ্পুকে। ধাওয়া খেয়ে দৌড়ে পালিয়েও জীবনে বাঁচানোর চেষ্টায়  টাউন হল ময়দানের পাশে ‘জিন্স ফ্যাশন’ নামক দোকানে গিয়ে হুমড়ি খেয়ে পড়েন। সেখানে হানা দিয়ে ঘাতকেরা বাপ্পার বুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এসময় আশপাশের লোকজন তাকে রক্ষার চেষ্টা করে ব্যর্থ হয়।

রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় তারা। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। সেখান থেকেই হামলাকারীরা ধাওয়া করে। এভাবেই হত্যাকাণ্ডের বর্ণনা দেন প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বন্ধুদের সঙ্গে টাউন হল ময়দানে এ ঘটনা ঘটে।

হাসপাতালে কান্নাজড়িত কণ্ঠে নিহত বাপ্পার মা ফুলি বেগম বলছিলেন, আমার ছেলেডারে তাড়িয়ে ধরে মেরেছে ওরা। জীবনে বাঁচার জন্যি পালিয়ে ছিল। কিন্তু ওরা বাঁচতে দিলো না। দুটো মোটরসাইকেলে শংকরপুর এলাকার সাঈদের নেতৃত্বে ৫/৬জন আমার ছেলেকে ছুরি মেরে খুন করেছে।

তিনি আরও বলেন, রোববার সকালে শংকপুর এলাকার সাঈদ নামে এক যুবক মোবাইল ফোনে বাপ্পাকে হুমকি দেয়। পূর্ব শত্রুতার জের ধরেই তার ছেলেকে হত্যা করা হয়েছে।

হাসপাতালে কান্নাজড়িত কণ্ঠে বাপ্পার পিতা রফিকুল ইসলাম বলেন, আমার সঙ্গে চায়ের দোকানে কাজ করত বাপ্পা। ওর সঙ্গে সাঈদের কি সমস্যা ছিল জানি না। শুনেছি ওরা দুই মোটরসাইকেল এসে আমার ছেলেকে তাড়িয়ে ধরে ছুরি মেরেছে। ছেলের খুনিদের বিচার চাই।

প্রত্যক্ষদর্শী শরীফ হোসেন জানিয়েছেন, বাপ্পাকে শহরের টাউন হল মাঠ থেকে দুর্বৃত্তরা ধাওয়া করে। এ সময় বাপ্পা আত্মরক্ষায় কালেক্টরেট মার্কেটের দিকে দৌড়ে আসেন। কিন্তু মার্কেটের ‘জিন্স ফ্যাশন’ হাউজের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। আশপাশের লোকজন থামানোর চেষ্টা করেও রক্ষা করতে পারেনি।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক ইউসুফ আলী জানিয়েছেন, বাপ্পার বুকের দিকে তিনটি স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কারা এ হত্যাকাণ্ডে জড়িত বা কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে এটা জানার চেষ্টা করছে পুলিশ।

নিহত বাপ্পা শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকার রফিকুল ইসলামের ছেলে। তারা ঘোপ নওয়াপাড়া রোডের সাগরদের বাড়ির ভাড়াটিয়া।

নিউজওয়ান২৪.কম

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত