দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
স্পোর্টস ডেস্ক
মাশরাফি বিন মর্তুজা
দীর্ঘ দেড় যুগ বাংলাদেশের হয়ে কলার উঁচিয়ে বলিং করেছেন, ভেঙ্গেছেন অনেক সেট ব্যাটসম্যানের উইকেট। যার দৌড়ের প্রতিটি পদক্ষেপে সমর্থকদের হৃদস্পন্দন কাঁপিয়েছে। কত অজস্র স্মৃতিময় জয় এনে দেয়া সেই দৌড় দেশের মাটিতে এবারই শেষবারের মতো দেখবে কোটি মানুষের চোখ। বলছিলাম মাশরাফি বিন মর্তুজা কথা। বাংলাদেশের পেস বোলিং ডিপার্টমেন্টের নেতা, আইডল ও ওয়ানডে দলপতি।
আগামী বছর ২০১৯ বিশ্বকাপ শেষে অবসরে যেতে পারেন দেশের সেরা ওয়ানডে অধিনায়ক। সোমবার সংবাদ সম্মেলনেও তেমন আভাসই দিয়েছেন দেশের বড় ভাই খ্যাত এ তারকা প্লেয়ার। আর তা যদি হয় তবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দেশের মাটিতে শেষ ম্যাচ খেলবেন মাশরাফি।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর বাংলাদেশ যাবে নিউজিল্যান্ডে। বিশ্বকাপের আগে দেশের মাটিতে বাংলাদেশের আর কোনো খেলা নেই। ফলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মাধ্যমে দেশে সর্বশেষ ম্যাচ খেলতে যাচ্ছেন দেশের কিংবদন্তী এ পেসার। ফলে মিরপুর বা চট্টগ্রাম বা সিলেটের চেনা-জানা স্টেডিয়ামে দেখা যাবে না জার্সির কলার উঁচু করে দৌড়ানো আদরের সেই পাগলাকে।
এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন মাশরাফি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি মিরপুরে মাশরাফির শেষ ম্যাচ। যেখানে সমর্থকদের জন্য কতই না স্মৃতি গড়েছেন তিনি। অন্যদিকে সিলেটে তৃতীয় ম্যাচটি দেশের মাটিতে খেলা শেষ ম্যাচ হয়ে উঠবে তার জন্য।
তবে সোমবার মাশরাফি সংবাদসম্মেলনে ২০১৯ এর পরেই যে অবসর নেবেন তা নিশ্চিত না করলেও কিছুটা ‘হয়তো-যদি’ শব্দযুগল রেখে দিয়েছেন। আর শেষ পর্যন্ত যদি বিশ্বকাপের পরেও মাশরাফি খেলেন তবে আরো দুই-একবার হয়তো দেখাও যেতে পারে দেশের পেসার এই আইডলকে।
২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মাশরাফির। প্রথম শ্রেণির ক্রিকেট না খেলেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় এই কিংবদন্তীর। ক্যারিয়ারের শুরুতে ঘণ্টায় ১৪০-১৪৫ কিলোমিটার বেগে বল করে দেশজুড়েই আলোড়ন তৈরি করেন তিনি। কেননা, এতো জোরে বল বাংলাদেশ তো বটেই খোদ ভারতেও ছিল না।
কিন্তু একের পর এক ইনজুরিতে পড়ে ক্যারিয়ারে অনেকখানি পিছিয়ে পড়েন মাশরাফি। তবে ক্রিকেটের প্রতি নিখাদ ভালোবাসা, আবেগ ও হার না মানা মানসিকতার মাধ্যমে বারবার ফিরে আসেন। এর মধ্যে সাতবার করে দুই হাঁটুতে অস্ত্রোপচার করেছেন। সাধারণত এতবার অস্ত্রোপচারের টেবিলে গেলে অধিকাংশ পেসাররাই অবসর নিয়ে ফেলেন। কিন্তু মাশরাফি বারবার ফিরে এসেছেন। আগের মতো পেস দিতে না পারলেও নিখুঁত লাইন লেন্থ নির্ভর বল করে তরুণ পেসারদের সঙ্গে টেক্কা দিয়েও দেশের সেরা পেসার তিনিই। এছাড়া সর্বোচ্চ উইকেট শিকার এবং সবচেয়ে কম ব্যয়বহুল বোলারও তিনি।
২০১৪ সালে বাংলাদেশ ক্রিকেট দল যখন একের পর এক পরাজয়ে বিধবস্ত তখন তৃতীয়বারের মতো আবারো দলের হাল ধরেন মাশরাফি। ২০০৮ সালে দলের অধিনায়কত্ব পান তিনি। কিন্তু অভিষেক অধিনায়কত্বের ম্যাচেই ভয়াবহ ইনজুরিতে পড়ে ৬ মাস খেলা থেকে ছিটকে যান। এরপর আবার ফেরেন কিন্তু সেবারও প্রথম ম্যাচেই ইনজুরিতে। আবার ছিটকে যান। খেলতে পারেননি দেশের মাটিতে ২০১১ বিশ্বকাপ। সংবাদ সম্মেলনে কান্না চেপে রাখতে পারেননি সেদিন।
২০১৪ সালের শেষের দিকে অধিনায়ক হন আবারো। তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন ছিল না কখনই। কিন্তু ইনজুরির কারণে তা বঞ্চিত হচ্ছিল বাংলাদেশ। কিন্তু কতটা বঞ্চিত বাংলাদেশ? দেখিয়ে দিলেন তিনি। মানসিকভাবে বিধবস্ত এক দলকে নিয়ে ধবল ধোলাই করলেন জিম্বাবুয়েকে। সেই জয় নিয়ে গেলেন ২০১৫ বিশ্বকাপ খেলতে। কিন্তু তাতেও দলের অবস্থা কি সর্বোচ্চ বোঝা যায়? প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড ও পাকিস্তানের কাছে হেরে আবারো যেন দুম করে মাটিতে বাংলাদেশ। কিন্তু সেখান থেকে ফিরে দাঁড়াল মাশরাফির উজ্জীবনায়। আফগানিস্তানকে হারিয়ে শুরু। এরপর ইংল্যান্ড, স্কটল্যান্ডকে হারিয়ে প্রথমারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠে বাংলাদেশ।
বিশ্বকাপ শেষে নতুন ভাবনার বাংলাদেশ দেখে বিশ্ব যার নেতৃত্বে মাশরাফি। শেষ মুহূর্ত পর্যন্ত হাল না ছাড়া এক দুর্দান্ত দলকে দেখতে শুরু করে ক্রিকেট বিশ্ব। একে একে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া সবাইকে হারিয়ে নতুন এক বাংলাদেশের উত্থান দেখা যায়। ২০১৫ এর পর এশিয়া কাপের ফাইনালের ওঠে ২বার। এছাড়া চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনালেও ওঠে বাংলাদেশ। অর্থাৎ একেবারে নতুন এক পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট।
এদিকে, কিছুদিন আগে যোগ দিয়েছেন রাজনীতিতে। ২০১৪ সালে এক অন্ধকারচ্ছন্ন ক্রিকেট দলকে নেতৃত্ব নিয়ে নতুন এক ক্রিকেট পরাশক্তির উত্থান দেখিয়েছিলেন মাশরাফি। এবারে রাজনীতির মাঠেও পিছিয়ে থাকা জনগোষ্ঠীর উন্নয়নে নতুন এক পালাবদলের রূপকার হবেন এমন কামনা সমর্থকদের।
নিউজওয়ান২৪/এএস
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল