দেশে নির্বাচনের মাঝেই ঢাকা সফরে আসছেন ভারতীয় পররাষ্ট্র সচিব
স্টাফ রিপোর্টার

ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলে -ফাইল ফটো
আগামী মে মাসে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলে।
ঢাকা ও নয়া দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, আগামী ৬ মে বাংলাদেশে এসে ৮ মার্চ ফিরে যাবেন তিনি। তবে ভারতে চলমান পার্লামেন্ট নির্বাচনের মাঝখান দিয়ে কী কারণে তার এই সফর তা এখনও স্পষ্ট করেনি কোনো পক্ষই।
প্রসঙ্গত, গত সপ্তাহে দিল্লি সফররত বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হকের সঙ্গে গোখলের বৈঠক হয়েছিল। ওই সফরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার উপমহাপরিচালক পদে বাংলাদেশের পক্ষে ভারতের ভোট চাইতে গিয়েছিলেন শহিদুল। আর ভারতীয় পররাষ্ট্র সচিব গোখলে গত বছরের এপ্রিলে বাংলাদেশ সফর করে গেছেন। পররাষ্ট্র সচিব হওয়ার আগে গোখলে প্রতিবেশী দেশ চীনে ভারতীয় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।
দুই প্রতিবেশী বাংলাদেশ ও ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে সাম্প্রতিক সময়ে দুই দেশের সরকারের পক্ষ থেকে প্রায়ই বলা হচ্ছে। এরই ফলস্বরূপ গত কয়েক বছরে প্রতিবেশী দুই দেশের মধ্যকার অমীমাংসিত বেশ কিছু পুরনো ও জটিল বিষয়ের অবসান ঘটলেও তিস্তার পানি বণ্টন চুক্তি এখনও ঝুলে রয়েছে যাতে বাংলাদেশের দীর্ঘদিনের প্রত্যাশা নির্ভর করে আছে।
এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী একেএ মোমেনের সঙ্গে দেখা করবেন গোখলে। এছাড়া বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হকের সঙ্গেও বৈঠক করবেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিজয় গোখলে। সূত্র জানায়, সেই বৈঠকের আলোচ্যসূচি তৈরির কাজ চলছে এখন।
নিউজওয়ান২৪.কম/এসএম
- ‘ক্যাসিনো, জুয়া ও অশ্লীলতার নিয়ন্ত্রক সম্রাট’: খালেদ
- র্যাব লিগ্যাল অ্যান্ড মিডিয়ার নয়া পরিচালক লে. কর্নেল সারওয়ার
- বার্ন ইউনিটের স্বেচ্ছাশ্রমী ৬৮ কর্মচরীর যন্ত্রণা কে অনুভব করবেন!
- ‘অমর একুশে গ্রন্থমেলা- ২০২০’ শুরু আজ
- ২১ দিনের লকডাউনে ওয়ারীর একাংশ
- ওয়ার্ড আ.লীগ সভাপতির ছেলে ইয়াবাসহ গ্রেপ্তার
- হাতির ঝিলের পানিতে লাশ
- লাইভ ভিডিওতে কোরবানি, মাংস হোম ডেলিভারি দেবে ডিএনসিসি
- বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার, অভিযান সমাপ্ত
- ওয়াসা এমডি তাকসিমের জন্য জুরাইন থেকে এলো ‘শরবত-এ-কালাপানি’
- রাজধানীর মিরপুরে সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুর মৃত্যু
- বিমানবন্দরে অস্ত্র-গুলিসহ আটক উপজেলা চেয়ারম্যান
- ডিএনসিসির ১৮ ওয়ার্ডের উন্নয়নে চার হাজার ২৫ কোটি টাকার প্রকল্প
- অস্ত্রসহ আটক যুবলীগ নেতা খালেদ: এত কিছু ছিল তার নিয়ন্ত্রণে!
- রাজধানীতে জঙ্গি সংগঠনের আমীরসহ গ্রেফতার চার