‘দেখে নেবো’ আগেই ফেঁসে গেলেন ড. কামাল
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের বিরুদ্ধে শুক্রবার কুষ্টিয়ার ইবি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
সাংবাদিকদের হুমকি-ধামকি ও ভয়তীতি প্রদর্শনের অভিযোগে এ জিডি করেন ইবির ফোকলোর স্টাডিজ বিভাগের প্রভাষক ও দৈনিক বাংলাদেশ সময়’র ভারপ্রাপ্ত সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান।
কুষ্টিয়া পুলিশ সুপার তানভীর আরাফাত বলেন, বিকেলে ফৌজদারি অপরাধে অভিযোগ দায়ের করা হলে অভিযোগটি রাতেই ইবি থানার ৬২১ নম্বর জিডি হিসেবে নিয়ে ঘটনা সংশ্লিষ্ট ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দারুস সালাম থানায় পাঠানো হয়।
ইবি থানার ওসি রতন শেখ জানান, শহীদ বুদ্ধিজীবী দিবসে ঢাকার বুদ্ধিজীবি স্মৃতিসৌধে ড. কামাল হোসেন সাংবাদিকদের ভর্ৎসনা করেন। তার বক্তব্যটি সাংবাদিকদের ভয়ভীতির কারণ। তিনি আরো বলেন, ড. কামালের বিরুদ্ধে মুস্তাফিজ মামলা করতে এলে আমরা তার অভিযোগটি নিয়ে একটি জিডি করে ডিএমপি অর্ন্তভূক্ত দারুস সালাম থানায় পাঠিয়েছি।
এর আগে শুক্রবার সকাল ১০টায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যান ড. কামাল হোসেনসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন ড. কামাল।
এক সাংবাদিক তাকে প্রশ্ন ছুঁড়ে বলেন, ঐক্যফ্রন্টের সঙ্গে যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক আছে কিনা? আগামী নির্বাচনে জামায়াত প্রশ্নে ঐক্যফ্রন্টের অবস্থান জানতে চান।
তবে সাংবাদিকের এমন প্রশ্নে প্রথমে এড়িয়ে যান তিনি। ড. কামাল এ সময় বলেন, এখানে নয়, বাইরে গিয়ে এসব বিষয়ে কথা বলি। পর মুহূর্তে তাকে আবারো প্রশ্ন করা হয়, জামায়াতের নিবন্ধন বাতিল, কিন্তু কিভাবে তারা নির্বাচন করবে এমন প্রশ্ন করা হলে রেগে যান ড. কামাল। এ সময় ‘চুপ করো, খামোশ’ বলে ওই সাংবাদিককে থামিয়ে দেন তিনি।
এর পর ড. কামাল পাল্টা জবাবে বলেন, ‘কত টাকা পেয়েছো, কাদের টাকায় এসব বেহুদা প্রশ্ন করছো? তোমাদের নাম কি? দেখে নেবো? কোন পত্রিকা/টিভিতে কাজ করো, তোমাদের দেখে নেবো।’
নিউজওয়ান২৪/জেডএস
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
- বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
- এরশাদের এ কেমন অসুখ?
- এরশাদের ‘তেলেসমাতি খেইল’
- আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
- হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
- কে হবেন প্রধানমন্ত্রী?
- বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
- ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
- এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
- যেসব তথ্য গোপন করলেন এরশাদ
- ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)
- স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও