ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

দুই গেটে তালা, সুপ্রিম কোর্টে আইনজীবীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:১০, ৩১ অক্টোবর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাদণ্ড বাড়ানোর প্রতিবাদে আদালত বর্জন করে সুপ্রিম কোর্টের দুইটি গেটে তালা লাগিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নেতাকর্মীরা।

বুধবার সকাল ৯টার দিকে আইনজীবী সমিতি সংলগ্ন সুপ্রিম কোর্টের দুইটি গেটে তালা লাগিয়ে দেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ সময় তারা সেখানে ও সমিতির কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভ এখনো (সকাল সাড়ে ১০টা) চলছে। দুপুর ১টার পর্যন্ত চলবে বলে তারা জানান।

তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা বাতিল ও মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

আইনজীবী সমিতির সভাপতি ও খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানকে নির্বাচন থেকে দূরে রাখতে সরকারের চাপে এই রায় দেয়া হয়েছে। আদালতে ওপর সরকারের হস্তক্ষেপ বন্ধ না হলে সারা দেশের আদালত বর্জনের ঘোষণা দেয়া হবে।

গত মঙ্গলবার দুপুরে অ্যাডভোকেট জয়নুল আবেদীন এই কর্মসূচি ঘোষণা করেন। 

মঙ্গলবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাবন্দি সাবেক এই প্রধানমন্ত্রীর সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

এই মামলায় নিম্ন আদালতের ৫ বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল খারিজ করে দেন হাইকোর্ট। আর দুদকের সাজা বাড়ানোর আবদনের ফলে ৫ বছর বাড়িয়েছেন আদালত। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বাকিদের সাজাও বহাল রেখেছেন আদালত। 

নিউজওয়ান২৪/এমএস

আরও পড়ুন
আইন আদালত বিভাগের সর্বাধিক পঠিত