‘থানা ঘেরাও করো, এটাই সুবর্ণ সুযোগ’
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
গলাচিপা থানা ঘেরাওয়ের নির্দেশ দিয়ে সেখানে অবস্থান নিতে বলেছেন পটুয়াখালী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি গোলাম মাওলা রনি। হাজার হাজার মানুষ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির নির্দেশও দেন তিনি। গলাচিপার স্থানীয় এক নেতাকে এমন নির্দেশ দেয়ার ফোন আলাপ রোববার ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবে ফাঁস হয়েছে। এই নির্দেশের কথা রনি নিজেও স্বীকার করেছেন।
তবে তিনি দাবি করেছেন, তার স্ত্রীর গাড়িতে হামলার পর পুলিশ মামলা না নেয়ায় তিনি নেতাকর্মীদের থানায় অবস্থান নিয়ে পুলিশকে মামলা নিতে বাধ্য করার চেষ্টা করেছিলেন। যদিও পুলিশ এরপরও মামলা নেয়নি।
শনিবার (১৫ ডিসেম্বর) গলাচিপার এক নেতার সঙ্গে গোলাম মাওলা রনির এমন একটি ফোনালাপ ফাঁস হয়েছে। উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহজাহান খানসহ ওইদিন গলাচিপার একাধিক নেতাকে এভাবে থানা ঘেরাও করার নির্দেশ দিয়েছিলেন বলে গোলাম মাওলা রনি নিজেই স্বীকার করেছেন।
ওই দিন গোলাম মাওলা রনির স্ত্রী কামরুন্নাহার রুনু নেতাকর্মীদের নিয়ে পটুয়াখালীর গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তালেব মিয়ার বাড়ি থেকে ফেরার পথে তার গাড়িতে এ হামলা হয়। এ সময় তার ব্যবহৃত মাইক্রোবাসটি ভাঙচুর করা হয়। কয়েকজন কর্মী-সমর্থকও আহত হন।
এ বিষয়ে অভিযোগ করতে কামরুন্নাহার নেতাকর্মীদের নিয়ে গলাচিপা থানার দিকে যান। এ সময় শাহজাহান খান রনিকে মোবাইলে ফোন দেন। তিনি ফোনে বলেন, ভাই এইমাত্র শুনলাম যে, গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা লোকজন নিয়ে হাসপাতালের দিকে যাইতেছি।
এর জবাবে গোলাম মাওলা রনি বলেন, তোমরা আগে গাড়িটা নিয়ে থানায় যাও। থানায় গিয়ে এই সুযোগে প্রার্থীসহ সবার নামে মামলা দিয়ে দাও। আমি ওপর থেকে প্রেসার ক্রিয়েট (চাপ সৃষ্টি) করতেছি। তোমরা সমস্ত নেতারা থানা ঘেরাও করো। এভরিবডি (প্রত্যেকে) থানা ঘেরাও করো। ওখানে বসে তোমার ভাবিকে বাদী করো। তার ওপর হামলা হয়েছে, তার গাড়ির ওপর হামলা হয়েছে বলে সবাইকে (সবার বিরুদ্ধে নাম) মামলায় দিয়ে দাও। মামলা না নেয়া পর্যন্ত তোমরা ওখান থেকে নামবা না। এটা কিন্তু আমাদের সুবর্ণ সুযোগ এবং সব জায়গায় ফোন দিয়ে হাজার হাজার মানুষ নিয়ে থানা ঘেরাও করো। এটা আমাদের একমাত্র সুযোগ। ঠিক আছে।
অপর প্রান্তে ফোনদাতা এ সময় বলেন, ‘ওকে ওকে।’
ফোনালাপের বিষয়ে গোলাম মাওলা রনি বলেন, আমার স্ত্রী থানার মধ্যে দুই-তিন ঘণ্টা বসেছিল। আমার স্ত্রীর ওপর হামলা হয়েছে, বোন আহত হয়েছে। ভাড়া গাড়ি ভাঙা হয়েছে। সে বিষয়ে তারা অভিযোগ করতে থানায় গিয়েছিল, কিন্তু থানা মামলা নেয়নি। তখন আমি নেতাকর্মীদের বলেছি, থানায় গিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে, যাতে মামলা নেয়। এটা আমার গণতান্ত্রিক অধিকার। কিন্তু থানা তারপরও মামলা নেয়নি।
গলাচিপার অনেকে দাবি করেছেন, স্থানীয় নেতা শাহজাহান খানের সঙ্গেই রনির কথা হয়েছিল। তবে শাহজাহান খান বলেছেন, ঘটনার দিন তার সঙ্গে আমরা কথা হয়েছে। তবে থানা ঘেরাও করার নির্দেশের বিষয়ে আমাকে বলেনি। আমাকে মামলা করার বিষয়ে বলেছেন।
এদিকে, গলাচিপা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, এ রকম একটি টেলিফোন আলাপের কথা আমরা শুনেছি। তবে এটা নিয়ে এখনো কোনো তদন্ত শুরু করিনি।
শুনুন:
নিউজওয়ান২৪/জেডএস
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
- বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
- এরশাদের এ কেমন অসুখ?
- এরশাদের ‘তেলেসমাতি খেইল’
- আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
- হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
- কে হবেন প্রধানমন্ত্রী?
- বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
- ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
- এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
- যেসব তথ্য গোপন করলেন এরশাদ
- ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)
- স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও