ঢাকা, ০৪ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

থাইল্যান্ডে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ডুবে নিখোঁজ ২৮

প্রকাশিত: ১৪:০৮, ১৯ ডিসেম্বর ২০২২  

থাইল্যান্ডের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ডুবে ২৮ জন নৌসেনা নিখোঁজ হয়েছে। রবিবার রাতে ঝড়ের মধ্যে থাইল্যান্ড উপসাগরে কর্ভেট যুদ্ধজাহাজটি ডুবে যায়, এতে শতাধিক নাবিককে উদ্ধার করা প্রয়োজন হয়ে পড়ে।    

থাইল্যান্ডের সামরিক বাহিনী যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার মোতায়েন করে নিখোঁজ ২৮ নৌসেনার সন্ধানে অভিযান শুরু করে বলে থাই নৌবাহিনী জানিয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যরাতে অল্প কিছুক্ষণ আগে ব্যাংককের দক্ষিণে প্রেচুয়াপ খিরি খান প্রদেশের উপকূল থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে এইচটিএমএস সুখোথাই যুদ্ধজাহাজের ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ার পর সেটি ডুবে যায়।

জাহাজটির নিখোঁজ নৌসেনাদের খোঁজে নৌবাহিনীর তিনটি জাহাজ ও দুটি হেলিকপ্টার পাঠানো হয়।  

কর্তৃপক্ষ জানিয়েছে, সব নাবিকের খোঁজে রাতভর সন্ধান চালানো হয়।

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত