ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৭, ২৫ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

 

পৃথক সড়ক দুর্ঘটনায় পিইসি পরীক্ষার্থী, নারী পোশাক কর্মীসহ সাতজন নিহত। এরমধ্যে চট্টগ্রামে ২, কুষ্টিয়ায় ৩ ও নাটোরে ২ জন নিহত হয়েছেন।

চট্টগ্রামে নিহতরা হলেন- পটিয়ার বিনিনিহারা এলাকার দিদারুল ইসলামের মেয়ে পিইসি পরিক্ষার্থী ঈশা আকতার ও নারী পোশাক শ্রমিক মেহেরুন আক্তার।
কুষ্টিয়ায় নিহতরা হলেন- নঁওগা জেলার ধামইরহাট উপজেলার মুকুন্দপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মাহাতাব উদ্দিন, একই জেলার পঞ্চবড়গা গ্রামের আবদুল সামাদের ছেলে আবদুল কাদের ও কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার মোশারফ হোসেনের ছেলে মাসুদ হোসেন।তবে নাটোরে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিতে সকাল ৯টার দিকে ঈশা আকতার পটিয়ার ছিলাশাহ মার্কেটের সামনে মহাসড়কে বাসের জন্য দাঁড়িয়েছিল। এ সময় একটি বাস রাস্তার পাশে তাকে চাপা দেয়। হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক বলেন, সকালে পায়ে হেঁটে গার্মেন্টস কারখানায় যাওয়ার সময় বন্দর থানা এলাকায় ৬ নম্বর বাসের ধাক্কায় গুরুত্বর আহত হন মেহেরুন আক্তার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে কুষ্টিয়া খোকসা থানার ওসি এবিএম মেহেদী মাসুদ বলেন, নঁওগা জেলা থেকে ছেড়ে আসা বরিশালের চরমোনাই পীরের মাজারগামী একটি যাত্রীবাহী বাস সকালে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের খোকসা মির্জাপুর নামক স্থানে পৌঁছালে বাসটির চালক নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। ফলে ঘটনাস্থলেই মাহাতাব উদ্দিন ও আবদুল কাদের নিহত হন। দূর্ঘটনায় বাসের অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয়ভাবে ও খোকসা উপজেলা কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে একজনকে গুরুত্বর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া জেলার মিরপুর উপজেলার ভাঙা বটতৈল নামকস্থানে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাসুদ হোসেন নামে এক মটরসাইকেল চালক নিহত হয়েছেন।

মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, সকাল ৯ টার দিকে খলিসাকুন্ডি থেকে ছেড়ে আসা আলহাজ্ব পরিবহনের একটি যাত্রবাহী বাস মিরপুরের ভাঙা বটতৈল নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মটরসাইকেল চালক মাসুদ হোসেন রাস্তায় ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে বলে মৃত ঘোষণা করেন।

এদিকে নাটোরের বনপাড়া থানার ওসি সৈয়দ আবদুল হালিম বলেন, বড়াইগ্রাম উপজেলার গুনাইহাতি এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে সকাল পৌনে ১০টায় একটি সিমেন্টবোঝাই ট্রাক ও বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

নিহতদের একজন ট্রাকচালক ও অপরজন বাস যাত্রী। তবে তাদের বাকি পরিচয় পাওয়া যায়নি। এ দুর্ঘটনায় বাসের ২০ যাত্রী আহত হয়েছেন।

নিউজওয়ান২৪/ইরু 

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত