ঢাকা, ০২ ফেব্রুয়ারি, ২০২৫
সর্বশেষ:

তিন আসনেই বাতিল খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৯, ২ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাখিল করা ৩ আসনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। রবিবার (২ ডিসেম্বর) সকালে সংশ্লিষ্ট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ ঘোষণা করা হয়। 

খালেদা জিয়ার আসনে বিকল্প হিসেবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বগুড়া-৭, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন বগুড়া-৬ এবং ঢাকা মহানগর (দক্ষিণ) যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু ফেনী-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

এছাড়া, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, মোরশেদ খান, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুদু, যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী, বিএনপি নেতা ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসন, বিএনপি নেতা সেলিম ভুইয়া, ইমরান এইচ সরকার, বিএনপির গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ছেলে সামির কাদের চৌধুরী, বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, গোলাম মাওলা রনি প্রমুখ।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল গত ২৮ নভেম্বর। আজ ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই। প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর; আর প্রতীক বরাদ্দ হবে ১০ ডিসেম্বর। ভোট ৩০ ডিসেম্বর।

নিউজওয়ান২৪/এএস

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত