তামিমের সুস্থ হতে লাগবে ৭ থেকে ৮ সপ্তাহ
স্পোর্টস ডেস্ক
ফাইল ছবি
কব্জির ইনজুরির চিকিৎসা করানোর জন্য গত বৃহস্পতিবার লন্ডনের উপকণ্ঠে সাউদাম্পটনে যান তামিম ইকবাল। চিকিৎসা শেষে রোববার বিকেল ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে নামেন তামিম।
বিমান বন্দরে উপস্থিত সাংবাদিকদের তামিম বলেন, ডাক্তাররা জানিয়েছে, আপাতত নতুন কোনো চিকিৎসা লাগবে না। তবে পুরোপুরি সুস্থ হতে সর্বোচ্চ ৭ থেকে ৮ সপ্তাহ লাগতে পারে। যদিও ডাক্তার জানিয়েছেন, ৫ সপ্তাহ পর তাকে দেখিয়ে আসতে। এরপরই হয়তো তিনি জানিয়ে দিবেন, জানাবে কত সময় লাগবে পুরোপুরি সুস্থ হতে।
৭ থেকে ৮ সপ্তাহ মানেই হচ্ছে প্রায় দুই মাস। অর্থ্যাৎ, জিম্বাবুয়ে সিরিজ পুরোটাই মিস করতে যাচ্ছেন তামিম ইকবাল। যদিও জাতীয় দলের নির্বাচকরা আগেই আশা প্রকাশ করেছিলেন, সুস্থ হওয়ার পর হয়তো বা জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে পাওয়া যাবে তামিমকে। কিন্তু, তিনি নিজে যে তথ্য আজ জানালেন, তাতে মনে হচ্ছে, জিম্বাবুয়ে সিরিজের কোনো ম্যাচেই আর তাকে পাওয়া যাচ্ছে না। যদিও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলার সম্ভাবনা রয়েছে তার।
সদ্য সমাপ্ত এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে গিয়ে শুরুতেই সুরঙ্গা লাকমালের বলে বাম হাতের কব্জিতে ব্যাথা পান তামিম ইকবাল। সঙ্গে সঙ্গেই তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে হাসপাতালে। তখনই স্ক্যান করে জানা যায়, তামিমের হাতের কব্জিতে চিড় ধরা পড়েছে। তবুও ওই ম্যাচের শেষ দিকে ভাঙা হাত নিয়ে ব্যাট করতে নেমে যান তামিম। যা রীতিমত বিস্ময় এবং এক বিরল উদাহরণ তৈরি করেছে।
শ্রীলঙ্কার বিপক্ষে ওই ম্যাচের দু’দিন পরই দেশে ফিরে আসেন তামিম। তখনই জানিয়েছিলেন, উন্নত চিকিৎসার জন্য যেতে পারেন বিদেশে। শেষ পর্যন্ত লন্ডন গিয়ে ডাক্তার দেখিয়ে আসলেন দেশ সেরা এই ওপেনার।
নিউজওয়ান২৪/এমএম
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল