তাইওয়ানের ৭ কর্মকর্তার ওপর চীনের নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক

চীন ও তাইওয়ানের পতাকা
তাইওয়ানের স্বাধীনতা চাওয়ার বিষয়টিকে সমর্থন করায় দ্বীপ দেশটির ৭ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন।
মঙ্গলবার (১৬ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।
তাইওয়ানকে নিজেদের মূল ভূখন্ডের অংশ মনে করে চীন। তবে গণতান্ত্রিকভাবে স্বশাসিত তাইওয়ান চীনের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে আসছে বরাবরই। নিজেদের স্বাধীন রাষ্ট্র মনে করে তাইওয়ান।
এ নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই চলতি মাসের শুরুতে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করেন। তার এ সফরকে উস্কানি হিসেবে দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করে চীন। তাইওয়ানের চারপাশ ঘিরে বড় ধরনের মহড়া চালায় দেশটি।
সেই রেশ না কাটতেই ফের মার্কিন কংগ্রেস সদস্যরা গত রোববার তাইওয়ান সফর করেন। এমন পরিস্থিতিতেই তাইওয়ানের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিল চীন।
চীনের তাইওয়ানবিষয়ক কার্যালয় জানায়, নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তিদের মধ্যে ওয়াশিংটনে তাইওয়ানের রাষ্ট্রদূত সিয়াও বি-খিম এবং তাইওয়ানের জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব ওয়েলিংটন কুও রয়েছেন। তাইওয়ানের ক্ষমতাসীন দল ও ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির নেতারাও নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন। এ ছাড়া তাইওয়ানের প্রধানমন্ত্রী সু সেং-চাং, পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ এবং পার্লামেন্টের স্পিকার ইউ সি-কুনও নিষেধাজ্ঞার তালিকায় ছিলেন আগে থেকেই।
তাইওয়ান অ্যাফেয়ার্স অফিসের একজন মুখপাত্র জানান, যারা নিষেধাজ্ঞায় পড়েছেন তারা চীন, হংকং এবং ম্যাকাও যেতে পারবেন না। তাদের সঙ্গে সম্পর্কিত সংস্থা এবং বিনিয়োগকারীদেরও ব্যবসার অনুমতি দেবে না চীন।
চীনের কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও তাইওয়ান সফরকালে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, বন্ধুত্বের খাতিরে তাইওয়ানে এসেছি। এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।
নিউজওয়ান২৪.কম/রাজ
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন