ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

তক্ষক-ইয়াবাসহ গ্রেপ্তার ৬

গাজীপুর সংবাদদাতা

প্রকাশিত: ২৩:৪৫, ২১ ডিসেম্বর ২০২২  

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত


গাজীপুর মেট্টোপলিটন পুলিশ (জিএমপি) মহানগরে পৃথক অভিযান চালিয়ে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী একটি তক্ষক ও ৮শ ইয়াবা ট্যাবলেটসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে।

বুধবার (২১ ডিসেম্বর) জিএমপি সদর দপ্তরে উপ-কমিশনার (অপরাধ) আবু তোরাব মো. শামসুর রহমান এ তথ্য জানান।

তক্ষকসহ গ্রেপ্তাররা হলো- ময়মনসিংহের কোতয়ালী থানার বলাশপুর এলাকার মাসুদ রানা (৫৩), চুয়াডাঙ্গার জীবননগর থানার জীবননগর এলাকার ইদ্রিস আলী (৪৮) ও নোয়াখালী সদরের শিবপুর এলাকার শাহিন আলম (৪২)।

ইয়াবাসহ গ্রেপ্তাররা হলো- শেরপুর সদরের রৌহা এলাকার মুন্নী বেগম (৩০), গাজীপুর মহানগর পূবাইল থানার হারবাইদ এলাকার নজরুল ইসলাম (৫২) ও মিলন মোল্লা (২৩)।

পুলিশ কর্মকর্তা জানান, মঙ্গলবার রাতে পুলিশ গোপন সংবাদে জানতে পারে বাসন থানার আউটপাড়া এলাকায় তক্ষক বিক্রয় করে বিদেশে পাচারের জন্য কতিপয় পাচারকারী অবস্থান করছে। পরে পুলিশের একটি আভিযানিক দল সেখানে অবস্থান নেয়। এক পর্যায়ে পৌণে ১২টার দিকে অভিযান চালিয়ে একটি তক্ষকসহ ওই ৩ পাচারকারীকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে বাসন থানায় মামলা হয়েছে।

তিনি আরো জানান, একই দিন বিকেলে একই থানায় এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিস সেন্টারের সামনে থেকে ওই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসা সিসি ক্যামেরা ও প্রিন্টারের টোনারের ভেতরে অভিনব কায়দায় রাখা ৮শ ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

ছবি- সংগৃহীত

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানন, তারা দীর্ঘদিন যাবৎ এই কৌশলে কক্সবাজার ও কুমিল্ল থেকে অবৈধ ইয়াবা ট্যাবলেট এনে গাজীপুর মহানগর এলাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীর নিকট বিক্রয় করে আসছিল।

নিউজওয়ান২৪.কম/মারজান

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত