ঢাকা, ০১ ফেব্রুয়ারি, ২০২৫
সর্বশেষ:

ডিএনসিসি-উপজেলা নির্বাচনে অংশ নেবে না বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩২, ২৫ জানুয়ারি ২০১৯  

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সামনে বক্তব্য দিচ্ছেন 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সামনে বক্তব্য দিচ্ছেন 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) মেয়র পদের উপনির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেবে না বিএনপি। 

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ের অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয় দলটি।

রাত সোয়া ৯টার দিকে বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, আমাদের স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও উপজোলা নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। 

৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘অভিজ্ঞতা’ থেকে দলটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান ফখরুল। বৈঠকে আরো সিদ্ধান্ত নেয়া হয়েছে জাতীয় সংসদের কিশোরগঞ্জ-১ আসনের উপনির্বাচন ও গাইবান্ধা-৩ আসনের ভোটেও অংশ নেবে না বিএনপি।

উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারি ডিএনসিসি উপনির্বাচন হওয়ার কথা রয়েছে। আর মার্চ মাস থেকে পর্যায়ক্রমে দেশের সব উপজেলা পরিষদ নির্বাচন হবে।

নিউজওয়ান২৪/আ.রাফি

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত