ঢাকা, ৩০ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

ট্রফি দিয়ে আমার বিচার হবে না: মাশরাফি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২:০৩, ২৭ সেপ্টেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

দেশসেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ঝুলিতে নেই বড় কোনো টুর্নামেন্টের ট্রফি। এশিয়ার সেরা হওয়ার মঞ্চ প্রস্তুত। তার আগে কথা তো উঠবেই, এবারো কি মাশরাফি খালি হাতে ফিরবেন? মাশরাফি কি ট্রফি জিততে পারবেন এবার? এমন অনেক প্রশ্ন উড়ে বেড়াচ্ছে বিভিন্ন মাধ্যমজুড়ে।

ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচে নামার আগে বৃহস্পতিবার বাংলাদেশ অধিনায়ক কথা বলেন গণমাধ্যমের সঙ্গে।

এখানেও ঘুরেফিরে আসলো ফাইনালে জয়ের কথা। জিততে কি পারবেন ভারতের বিপক্ষে? এমন প্রশ্নে মাশরাফি বলেন, দেখেন একটা ট্রফি দিয়ে আমি আমার নিজেকে বিচার করি না। ক্রিকেটও একটা ট্রফির জন্য খেলি না। এটা বলতে পারি যে, বাংলাদেশের জন্য একটা ট্রফি খুব দরকার। আমার বিশ্বাস, কোনো একদিন বাংলাদেশ একটা ট্রফি পাবে। ট্রফিটা এজন্যই দরকার, যারা ইয়াং ক্রিকেটার বা এইজ লেভেলে খেলছে তাদের এই ট্রফিটা আরও উজ্জীবিত করবে।

তিনি আরো বলেন, ব্যক্তি মাশরাফিকে একটা ট্রফি দিয়ে বিচার করলে হবে না, আমি নিজেকে এত সস্তা ভাবি না।

নিউজওয়ান২৪/টিআর

খেলা বিভাগের সর্বাধিক পঠিত