ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

টেকনাফে সড়কের পাশে গুলিবিদ্ধ ইয়াবা ব্যবসায়ীর লাশ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫০, ১৬ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে সড়কের পাশ থেকে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মোহাম্মদ বেলাল (৩৫) মাদক ব্যবসায়ী বলে জানা গেছে। সে হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালীর (ওয়াকিয়াপাড়া) এলাকার ছেলে।

পুলিশের দাবি- দুই ইয়াবার ব্যবসায়ীর মধ্যে আধিপত্য বিস্তারকে তাদের মধ্যে বন্দুকযুদ্ধে নিহত হয়ে থাকতে পারেন।

শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল গ্রামের মেরিন ড্রাইভ সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ জানান, শুক্রবার সকালে গুলিবিদ্ধ লাশটি দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির শরীরে দুটি গুলির চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে।

নিহত ব্যক্তি মাদককারবারি ও তার বিরুদ্ধে থানায় একাধিক মাদকের মামলা রয়েছে বলেও ওসি জানান।

নিউজওয়ান২৪/এমএস

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত