ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

টেকনাফ উপজেলা চেয়ারম্যানের বাড়ি থেকে ১৫ রোহিঙ্গা নারী-শিশু উদ্ধার

গেরামের খবর

প্রকাশিত: ১৬:০১, ১৯ অক্টোবর ২০১৭   আপডেট: ১৬:০২, ১৯ অক্টোবর ২০১৭

ফাইল ছবি

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের বাড়িতে অভিযান চালিয়ে ১৫ জন রোহিঙ্গা নারী ও শিশুকে উদ্ধার করেছে যৌথ ট্রাস্কফোর্স।

বুধবার সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এহসান মুরাদের নেতৃত্বে এ অভিযান চালানো হয় বলে জানান টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহেদ হোসেন সিদ্দিক।

নির্বাহী কর্মকর্তা জানান, কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এহসান মুরাদের নেতৃত্বে টেকনাফের বিভিন্ন বাড়িতে রোহিঙ্গাদের আশ্রয় নেয়ার খবর পেয়ে কয়েকটি বাড়িতে অভিযান চালানো হয়। এর মধ্যে একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় ১৫ জন রোহিঙ্গাকে। যার মধ্যে নারী ও শিশু রয়েছে। রোহিঙ্গাদের ক্যাম্পে পাঠানোর পাশাপাশি আশ্রয়দাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

রোহিঙ্গাদের একত্র করতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।

টেকনাফের স্থানীয় লোকজন জানান, মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের মধ্যে স্বচ্ছ এবং ইয়াবা সংশ্লিষ্টরা রোহিঙ্গা ক্যাম্পে না গিয়ে বিভিন্ন ইয়াবা ব্যবসায়ীর বাড়িতে আশ্রয় নিয়েছেন। যৌথ ট্রাস্কফোর্স বুধবার বিকাল থেকে চিহ্নিত এবং তালিকাভূক্ত ৪ জন ইয়াবা গডফাদারের বাড়িতে অভিযান চালায়।

নিউজওয়ান২৪.কম

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত