টি-টোয়েন্টিতে ম্যাচেও শ্রীলঙ্কাকে ছাড়লনা পাকিস্তান
নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক
ফাইল ছবি
পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ (৫-০) হওয়ার পর টি-২০ সিরিজের শুরুতেও বিবর্ণ ‘নড়বড়ে’ টিম নিয়ে নামে শ্রীলঙ্কা। ফল যা হবার, হলো তাই। সহজ জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল পাকিস্তান।
বৃহস্পতিবার রাতে আবু ধাবিতে প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল পাকিস্তান।
শেষ ওয়ানডেতে ১০৩ রানে গুটিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। প্রথম টি-টোয়েন্টিতে তুলতে পারল তারা ১০২। বোলাররা শুরুতে একটু লড়াই করেছে। পাকিস্তান তবু শেষ পর্যন্ত সহজে জিতেছে ১৬ বল বাকি রেখে।
এই সিরিজের শেষ টি-টোয়েন্টি হবে লাহোরে। পাকিস্তানে যেতে ইচ্ছুক ক্রিকেটারদের নিয়েই কেবল গড়া হয়েছে শ্রীলঙ্কার স্কোয়াড। থিসারা পেরেরার নেতৃত্বে দলে আছেন অনেক দিন থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা কয়েকজন আর কিছু নবীন ক্রিকেটার; এখনকার নিয়মিত মুখ কমই।
ফলে মাত্র ১০২ রানের পুঁজিতে চ্যালেঞ্জ জানানো কঠিন। শ্রীলঙ্কা তবু ১৮ রানে ২ উইকেট তুলে নিয়ে ইঙ্গিত দিয়েছিল লড়াইয়ের। কিন্তু অভিজ্ঞ শোয়েব মালিকের ব্যাটে অনায়াসেই জয়ের ঠিকানায় পৌঁছে যায় পাকিস্তান।
৩১ বলে ৪২ রানে অপরাজিত থাকেন মালিক। ২৩ বলে ২৫ রানে অপরাজিত হাফিজ। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ২৩ রানে ৩ উইকেট নেন হাসান আলি। তবে ২০ রানে শুরু আর শেষে গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়ে ম্যাচ সেরা বাঁহাতি পেসার উসমান।
শুক্রবার হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ১৮.২ ওভারে ১০২ (গুনাথিলাকা ১৮, মুনাবিরা ০, সামারাবিক্রমা ২৩, প্রিয়াঞ্জন ১২, উদাওয়াত্তে ৮, পাথিরানা ৪, শানাকা ০, প্রসন্ন ২৩*, থিসারা ৬, উদানা ০, সঞ্জয়া ৪; ইমাদ ১/২৬, উসমান ২/২০, হাসান ৩/২৩, আশরাফ ১/৬, শাদাব ১/১৪, হাফিজ ২/১০)।
পাকিস্তান: ১৭.২ ওভারে ১০৩/৩ (ফখর ৬, শেহজাদ ২২, বাবর ১, মালিক ৪২* হাফিজ ২৫*; সঞ্জয়া ২/২০, মুনাবিরা ০/৫, পাথিরানা ১/২৫, উদানা ০/১৮, প্রসন্ন ০/১৭, থিসারা ০/১৪, শানাকা ০/৩)।
ফল: পাকিস্তান ৭ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে পাকিস্তান ১-০তে এগিয়ে
ম্যান অব দা ম্যাচ: উসমান খান
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল