ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

টানা দুই বছর চলেছে শারীরিক হেনস্তা!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০:২৪, ৩০ সেপ্টেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

দক্ষিণী অভিনেত্রী গায়ত্রী সাই। সম্প্রতি তিনি এক বিস্ফোরক অভিযোগ সামনে এনেছেন। ফেসবুকের লাইভের মাধ্যমে এই অভিযোগ প্রকাশ্যে আনেন এই অভিনেত্রী।

তিনি সেখানে বলেন, স্বামীর মৃত্যুর পর নাকি তার সঙ্গে যৌন হেনস্তা করেছেন এক সাংবাদিক। কয়েক বছর আগে নাকি স্বামীর পরলোক গমনের পর ছেলেকে নিয়ে তিনি হংকং গিয়েছিলেন। সেখানে তার ছেলের পাসপোর্ট সংক্রান্ত কিছু সমস্যা দেখা দেয়। তা সমাধান করার নামে এগিয়ে আসেন প্রকাশ এম স্বামী নামের এক সাংবাদিক। তার পর লাগাতার যৌন হেনস্তা চলেছে দু’বছর।

এনডিটিভি’র খবর অনুযায়ী, ওই অভিনেত্রী বলেন, হোয়াটসঅ্যাপে আমাকে লাগাতার আপত্তিজনক ছবি পাঠাতেন উনি। আমার জনপ্রিয়তা নষ্ট করে দেবেন বলে ভয় দেখাতেন। তাছাড়া আমার স্বামী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। কিন্তু ওই সাংবাদিক মিথ্যে খবর রটিয়ে দেন। উনি বলেন, আমি নাকি আমার স্বামীকে মেরে ফেলেছি।

এদিকে, অভিযুক্ত প্রকাশ এম স্বামী সংবাদমাধ্যমের কাছে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। টুইটারে তিনি নিজেকে ‘মার্কিন করেসপন্ডেট’ হিসেবে পরিচয় দেন।

সে সাংবাদিক এনডিটিভি’র কাছে বলেন, আমি কখনো ওই মহিলাকে যৌন নির্যাতন করিনি। আর যদি তর্কের খাতিরে ধরেও নিই, এমন ঘটনা ঘটেছে, তা হলে এতদিন উনি চুপ ছিলেন কেন?

অপরদিকে ওই অভিনেত্রী অভিযোগ করে জানান, নেতা-মন্ত্রীদের সঙ্গে নিজের ছবি পাঠিয়ে ওই সাংবাদিক নাকি নিজের প্রতিপত্তি, ক্ষমতা বোঝাতে চাইতেন। এমনকি বহু মহিলার সঙ্গে তিনি অসভ্য আচরণ করেছেন।

পুলিশকে নিয়ে তার অভিযোগ, তারা প্রথমে এফআইআর নিতে চায়নি। শুধুমাত্র একটা যৌন নির্যাতনের ঘটনা হিসেবে সেক্সুয়াল সার্ভিস রেজিস্টার করেছিল।

এনডিটিভিকে চেন্নাই পুলিশ জানিয়েছে, যেহেতু ওই মহিলাকে ফোনে বা হোয়াটসঅ্যাপে বিরক্ত করা হত, তাই এটা সাইবার ক্রাইমের অন্তর্গত।

তবে সাইবার ক্রাইম বিভাগ বিষয়টি তদন্ত করছে কিনা, তা জানা যায়নি।

নিউজওয়ান২৪/জেডএস