ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

টাইগারদের সামনে ১৯৯ রানের টার্গেট

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:২৬, ১৪ ডিসেম্বর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিলেটে শাই হোপের দৃড় ব্যাটিংয়ে বাংলাদেশকে ১৯৯ রানের টার্গেট দিল ওয়েস্ট ইন্ডিজ। গত ম্যাচের সেঞ্চুরিয়ান টানা দ্বিতীয় ম্যাচে শতক হাঁকান, তাতে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে তারা করেছে ৯ উইকেটে ১৯৮ রান।

সিরিজ জয়ের লক্ষ্যে বাংলাদেশের চাই ১৯৯ রান। হোপ ১৩১ বলে ১০৮ রানে অপরাজিত ছিলেন। ১২১ বলে ৯ চার ও ১ ছয়ে চতুর্থ সেঞ্চুরি করেন ডানহাতি ব্যাটসম্যান।

একাই দলকে উদ্ধার করেছেন হোপ। তার ধারেকাছেও রান করতে পারেননি অন্য ব্যাটসম্যানরা। ১৯ রানের দ্বিতীয় সেরা রান আসে মারলন স্যামুয়েলসের ব্যাটে। এছাড়া দুই অঙ্কের ঘরে রান করেন ড্যারেন ব্রাভো (১০) ও কিমো পল (১২)।

শুরুতেই মিরাজের স্পিনে দিশেহারা হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ৯৯ রানে প্রতিপক্ষের ৫ উইকেটের মধ্যে চার ব্যাটসম্যানই তার শিকার। চন্দরপল হেমরাজ, ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার ও রোভম্যান পাওয়েলের উইকেট নেন মিরাজ। ১০ ওভারে ১ মেডেনসহ ২৯ রান দিয়ে চার উইকেট নিয়ে বাংলাদেশের পক্ষে সেরা পারফর্ম করেন তিনি।

ক্যারিবিয়ানদের ব্যাটিং লাইনে ৪২ রানের সেরা জুটিটি ছিল ব্রাভো ও হোপের। পরের উইকেটে স্যামুয়েলসের সঙ্গে হোপের ৩৯ রানের জুটি ছিল দ্বিতীয় সেরা। চেজের সঙ্গে ৩৪ ও পলের সঙ্গে ২৮ রানের আরও দুটি ছোট জুটি গড়েন ক্যারিবিয়ান ব্যাটসম্যান। শেষ জুটিতে ছয় মেরে টানা দ্বিতীয় ইনিংসে তিন অঙ্কের ঘরে পৌঁছান হোপ। দেবেন্দ্র বিশু ও তিনি শেষ উইকেটে ২১ রান যোগ করেন।

শেষ স্পেলে মাশরাফি মুর্তজা জোড়া আঘাত হানেন। টানা দুই ওভারে নেন দুটি উইকেট। ১২ রানে পলকে বোল্ড করার পর পরের ওভারে ৩ রানে রোচকে এলবিডাব্লিউ করেন অধিনায়ক। তার সমান দুটি উইকেট পান সাকিব আল হাসান। চেজ ও ফ্যাবিয়ান অ্যালেনকে ফেরান এই বাঁহাতি স্পিনার।৮ রানে শেষ হয়  উইন্ডিজের ইনিংস। বল হাতে মাত্র ২৯ রানে ৪ উইকেট নেন মিরাজ। ২টি করে উইকেট নেন মাশরাফি এবং সাকিব। ১টি উইকেট নিয়েছেন সাইফউদ্দিন।

নিউজওয়ান২৪/এএস

খেলা বিভাগের সর্বাধিক পঠিত