টাইগার কোচের অম্ল মধুর অভিজ্ঞতা
নিজস্ব প্রতিবেদক
দেশে ফিরে বিমানবন্দরে কথা বলছেন টাইগার কোচ স্টিভ রোডস, পাশে মাশরাফি বিন মুর্তজা
এশিয়া কাপে অম্ল মধুর অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছেন টাইগার কোচ স্টিভ রোডস। পুরো টুর্নামেন্টে কষ্টের চাইতে সুখকর অভিজ্ঞতা বেশি তার।
শিরোপা নির্ধারণী ম্যাচে দুই তরুণ ওপেনার মেহেদি হাসান মিরাজ ও লিটন দাসের মুগ্ধতা ছড়ানো ব্যাটিং, লো স্কোরিং ম্যাচে প্রতিপক্ষকে আটকে দিতে হিসেবি বোলিং এবং দু’দুটি ম্যাচে কম রান করেও ভারত পাকিস্তানের মতো এশিয়ার জায়ন্টদের খাবি খাওয়ানো তাকে খুবই আপ্লুত করেছে।
অন্যদিকে, শিরোপা নির্ধারণী ম্যাচ ভারতের বিপক্ষে শিষ্যদের অসমাপ্ত ব্যাটিং তাকে হতাশ করেছে। যার শুরুটা দুর্দান্ত হলেও শেষটা হয়েছে বেশ বেমানান। ২২৩ রানের মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমেও শেষ ওভারের একেবারে শেষ বলে ভারত শিবিরে জয় ধরা দিয়েছে। ফলে তৃতীয়বারের মতো খুব কাছে গিয়েও হাতছাড়া হয়েছে এশিয়া কাপ শিরোপা।
শনিবার দিবাগত রাতে এশিয়া কাপ শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের এমন অভিজ্ঞতার জানান দেন।
স্টিভ বলেন, এশিয়া কাপের অভিজ্ঞতা দারুণ ছিল। এই সফর থেকে অনেক ভালো পয়েন্ট বের হয়ে এসেছে। আমরা স্কোয়াড সম্পর্কে ভালো জেনেছি, এবারের সফরে। আর ফাইনাল ম্যাচটা দারুণ এক মুহূর্ত ছিল। আক্ষেপ আমরা ম্যাচটা শেষ করতে পারিনি। ছেলেরা দারুণ পারফর্ম করেছে, বিশেষ করে বোলাররা। তারা চেষ্টা করেছে লো স্কোর ডিফেন্ড করার। আমরা সুযোগ নষ্ট করেছি। তবে আমরা শেষ পর্যন্ত লড়েছি। আশা করি বাংলাদেশি মানুষজন দেখেছে। এই দলটি সত্যিই লড়াই করা শুরু করেছে।
‘তবে কিছুটা হতাশ। কিন্তু আপনাকে বিষয়গুলো বুঝতে হবে। আমাদের জয়ের সুযোগ ছিল। আমরা সুযোগটা হাতছাড়া করেছি। আমরা ভালো পারফর্ম করেছি। ভারতীয় দল খুবই ভালো, আমরা সবাই জানি। তাদের দল মিলেনিয়ার ক্রিকেটারে ভরা, আর বেঞ্চে অনেক মিলেনিয়ার ক্রিকেটার রয়েছে। তাদের একদম শেষ বল পর্যন্ত ঠেলে নেয়া খুবই ভালো পারফর্মেন্স ছিল। শুধু একটু হতাশ, আমরা শেষ পর্যন্ত শিরোপা জয় করতে পারিনি।’
শিরোপা খেদের পাশাপাশি আছে দুই অভিজ্ঞ শিষ্য সাকিব আল হাসান ও তামিম ইকবালকে হারানোর বেদনাও তার।
তিনি বলেন, ছেলেরা তাদের সবটা ঢেলে দিয়েছে। আমরা আমাদের সেরা দল নিয়ে খেলতে পারিনি। সাকিব-তামিম কেউই ছিল না। এছাড়া টুর্নামেন্টে আরো চারটি দল ছিল, যারা ফাইনালে খেলতে পারেনি।
নিউজওয়ান২৪/এমএস
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল