জয়ের সুবাতাস পাচ্ছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
ফাইল ছবি
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে জয়ের সুবাতাস পাচ্ছে বাংলাদেশ। ২০৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে লাঞ্চের আগেই মাত্রও ১১ রানে ৪ উইকেট হারায় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশরে স্পিনারদের বলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে এসে উইকেটে দাঁড়েতেই পারে নি ক্যারিবীয় টপ অর্ডার। লাঞ্চের পরও একই ধারা বজায় রেখেছে টাইগার স্পিনাররা। ক্যারিবীয় সফল বাটসম্যান শিমরান হেটমায়ারকে প্যাভিলিয়নে পাঠান মেহেদী হাসান মিরাজ। জয়ের জন্য টাইগারদের প্রয়োজন আর মাত্রও ৪ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে কখনও টেস্ট জিততে পারেনি টাইগাররা। আজ ম্যাচ জিতলে দেশের মাটিতে প্রথমবারের মতো ক্যারিবীয়দের হারাবে তাঁরা। এ জয়ে তৃতীয়বারের মতো টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারাবে টাইগাররা। আজ নিজের ব্যক্তিগত ২০০ টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান।
এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অলআউট হয় মাত্র ১২৫ রানে। স্বাগতিকদের লিড দাঁড়ায় ২০৩ রান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দেবেন্দ্র বিশু ৪ টি, রোস্টন চেজ ৩ টি ও ওয়ারিকান ২ উইকেট নেন।নিজেদের প্রথম ইনিংসে ২৪৬ রানে অলআউট হয় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের পক্ষে শিমরান হেটমায়ার ৬৩ ও শেন ডওরিচ ৬৩ রান করেন। বাংলাদেশ দলের পক্ষে অভিষিক্ত নাঈম হাসান ৫ টি, অধিনায়ক সাকিব আল হাসান ৩ টি, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম ১ টি করে উইকেট লাভ করেন। বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৩২৪ রানে অলআউট হয় বাংলাদেশ। বাংলাদেশ দলের পক্ষে মুমিনুল হক সর্বোচ্চ ১২০ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে পেসার শ্যানন গ্যাব্রিয়াল ও স্পিনার ওয়ারিকান ৪ টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ প্রথম ইনিংস- ৩২৪/১০
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস- ২৪৬/১০
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস- ১২৫/১০,
ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস- ৬৩/৬ টার্গেট- ২০৪
নিউজওয়ান২৪/এমএস
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল