জয়াসুরিয়ার বিরুদ্ধে আইসিসির অভিযোগ!
নিউজ ডেস্ক
ফাইল ছবি
শ্রীলঙ্কার সাবেক ব্যাটিং গ্রেট ‘মাতারা হারিকেন’ খ্যাত সনাৎ জয়াসুরিয়াকে অভিযুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মূলত তার বিরুদ্ধে দুর্নীতিবিরোধী আচরণবিধি ভঙ্গ করার অভিযোগ এনেছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি ।দুর্নীতি দমন ইউনিটের (এসিইউ) তদন্তে অসহযোগিতা করায় আর্টিকেল ২.৪.৬ ও ২.৪.৭ অনুযায়ী অভিযুক্ত করা হয়েছে তাকে।
আইসিসি সোমবার এক বিজ্ঞপ্তিতে জানায়, শ্রীলঙ্কা ক্রিকেটের সাবেক নির্বাচক ২.৪.৬ আর্টিকেল অনুযায়ী আকসুর তদন্তে অসহযোগিতা করেছেন কিংবা ব্যর্থ হয়েছেন। অন্য ধারা অনুযায়ী দুর্নীতি দমন ইউনিটের তদন্তের কাজে বাধা দিয়েছেন কিংবা বিলম্বিত করেছেন।
এই অভিযোগের প্রেক্ষিতে ব্যাখ্যা দিতে জয়াসুরিয়া সময় পাচ্ছেন সোমবার থেকে দুই সপ্তাহ।
শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক জয়াসুরিয়া নির্বাচক সভাপতি ছিলেন। তীব্র সমালোচনার শিকার হয়ে ২০১৭ সালের সেপ্টেম্বরে তিনি ও তার কমিটি পদত্যাগ করেন। তারও আগে দুই বছর মেয়াদে প্রধান নির্বাচক ছিলেন ২০১৩ সালের শুরু থেকে ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত।
অভিযোগ সম্পর্কে বিস্তারিত না জানালেও ধারণা করা হচ্ছে, নির্বাচক কমিটির দ্বিতীয় মেয়াদের কর্মকাণ্ডে অভিযুক্ত হয়েছেন তিনি। প্রায় এক বছরেরও বেশি সময় ধরে শ্রীলঙ্কা ক্রিকেটে তদন্ত করছে এসিইউ। তারই ধারাবাহিকতায় গত বছরের কোনো এক সময় জয়াসুরিয়ার ফোন তাদের কাছে হস্তান্তর করতে বলেছিল তারা। কিন্তু অসহযোগিতা করেন তিনি।
নিউজওয়ান২৪/জেডএস
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল