জেএসএস নেতা হত্যার ঘটনায় অস্ত্রসহ আটক ২
নিউজ ডেস্ক
গ্রেফতারকৃত পূর্ণ কান্তি চাকমা ও মহারত চাকমা
খাগড়াছড়ির দীঘিনালায় মঞ্জু চাকমা (৪৮) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দীঘিনালার শিমুলতলী এলাকার লক্ষ্মীচরণ চাকমার ছেলে পূর্ণ কান্তি চাকমা এবং একই এলাকার চাউ বিকাশ চাকমার ছেলে মহারত চাকমাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের সক্রিয় সদস্য বলে জানায় যৌথ বাহিনী।
গ্রেফতারকৃত ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে শিমুলতলী এলাকায় অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ৯ মিমি. বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড অ্যামোনিশন, চারটি মোবাইল সেট ও ৫০ হাজার টাকা উদ্ধার করে যৌথ বাহিনী।
যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, এক মাস আগে ইউপিডিএফের সক্রিয় কর্মী রোহেল চাকমা (বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পালি অনুষদের ৩য় বর্ষে অধ্যয়নরত) গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়কে প্রতিপক্ষ মঞ্জু চাকমাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা এবং অ্যামোনিশনসহ পিস্তল সরবরাহ করে।
এর পর পরিকল্পনা অনুযায়ী, মঞ্জু চাকমাকে গুলি করে মহারত চাকমা এবং এ কাজে তাকে সহযোগিতা করে পূর্ণ কান্তি চাকমা ও রূপান্তর চাকমা।
গ্রেফতারকৃতরা তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব বলেন বলে জানিয়েছে যৌথ বাহিনী।
খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দিন জানান , ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে যৌথ বাহিনী। গ্রেফতারকৃতদের দীঘিনালায় থানায় সোর্পদ করা হবে।
নিউজওয়ান২৪/এমএম
- ধূর্ত খুনী ধরতে শ্বাসরুদ্ধকর অভিযান!
- পলাতক সেনা কমান্ডো ক্যাপ্টেন উদ্ভাস গ্রেপ্তার
- হায়রে পিশাচ মা!
- জাল ভিসা-পাসপোর্ট সহ ৮ নারী পাচারকারী আটক, উদ্ধার ৪
- প্রতিশোধ নিতে ভাড়াটিয়া ও দারোয়ান হত্যা করে সেনাকর্মকর্তার মাকে!
- মোবাইল চুরি: লোহাগাড়ায় পিটিয়ে যুবক হত্যা, আটক ১৪
- এক নজরে খেলাধুলা: ৬ অক্টোবর, ২০১৮
- ক্রিকেট খেলতে নিষেধ করায় শিক্ষককে কোপালো বখাটে
- নূর হোসেন লাপাতা
বাড়ি থেকে আটক ৩, গাড়ি জব্দ - ‘গুলশান সংকটের’ আরেক বলি হলেন ডিবির এসি রবিউল
- কঠোর অবস্থানে সরকার
ডিএমপির অ্যান্টি-কিডন্যাপিং স্কোয়াড - বেকারদের সঙ্গে প্রতারণা: সেনা-পুলিশের প্রাক্তন ছয় সদস্য আটক
- লোভনীয় বিজ্ঞাপন ফাঁদে নষ্ট হচ্ছে বেকার-যুবকদের স্বপ্ন
- যেভাবে পাওয়া গেল উত্তরার খালে অস্ত্র-গুলির খোঁজ
- এলেমদার প্রতারক: মক্কেলদের চড়াতেন প্লেনে রাখতেন রেডিসনে