জুমার আযান জাতীয়ভাবে সম্প্রচারের ঘোষণা নিউ জিল্যান্ডে

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূরসহ অপর একটি মসজিদে গত শুক্রবার নৃশংসতর সাম্প্রদায়িক হামলার এক সপ্তাহ পর আগামীকাল ২২ মার্চ (শুক্রবার) মসজিদটিতে ফের জুমার নামাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
একইসঙ্গে রয়টার্স জানিয়েছে, দেশটিতে শুক্রবার জুমার নামাজের আযান জাতীয়ভাবে সম্প্রচার করার ঘোষণা দিয়েছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অ’ডুর্ন। আজানের পর দুই মিনিট নিরবতা পালনের ঘোষণাও দিয়েছেন তিনি।
একইসঙ্গে, বুলেট জর্জরিত আল নূর মসজিদকে মেরামত ও রং করার পর জুমার নামাজের জন্য সাফসুতরা করা হয়েছে।
গত শুক্রবার জুমার নামাজের সময় বর্ণবাদী এক খ্রিস্টান জঙ্গির নির্বিচার গুলিবর্ষণে ক্রাইস্টচার্চের দুটি মসজিদে ৫০ জন নিহত হন, গুরুতর আহত হন অর্ধশতাধিক। এ ঘটনার পর নিউ জিল্যান্ডের মসজিদগুলো ঘিরে পাহারা দিচ্ছে সশস্ত্র পুলিশ।
বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশটির পুলিশ বলেছে, জুমার নামাজ পড়তে আসা লোকজনকে ভরসা দিতে আগামীকাল (শুক্রবার) আমাদের ব্যাপক উপস্থিতি থাকবে।
পুলিশ আরো বলেন, অপরাধ সংঘটনের স্থান থেকে উপযুক্ত সব প্রমাণ সংগ্রহ করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে পুলিশ, আমাদের ক্ষমতার সবটুকু দিয়ে সবকিছু করছি যেন যত দ্রুত সম্ভব লোকজনকে মসজিদটিতে ফিরে আসার অনুমতি দিতে পারি আমরা।
জানা গেছে, সাম্প্রদায়িক হিংসার শিকার আল নূর ও নিকটবর্তী লিনউড মসজিদ, দুটিই খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই শুক্রবার আল নূর মসজিদে কয়েক হাজার নামাজি উপস্থিত হবে বলে ধারণা করা হচ্ছে, এখানেই সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছিল।
নিহত বেশিরভাগ লোকই অভিবাসী অথবা শরণার্থী। তারা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, সোমালিয়া ও আফগানিস্তানের মতো দেশগুলো থেকে সেখানে গিয়ে বসবাস করছিলেন।
এদিকে, নিউ জিল্যান্ডের ডানেডিনে বসবাসকারী সাম্প্রদায়িক জিঘাংসায় অন্ধ ওই হামলাকারী অস্ট্রেলীয় যুবক ব্রেন্টন ট্যারান্টের (২৮) বিরুদ্ধে নরহত্যার অভিযোগ আনা হয়েছে।
রিমাণ্ডে থাকা ট্যারান্টকে আগামী ৫ এপ্রিল ফের আদালতে হাজির করার কথা রয়েছে। তখন তার বিরুদ্ধে আরও অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
ভয়াবহ এ সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতদের মধ্যে প্রথম দুজনকে বুধবার দাফন করা হয়েছে। নিহত স্কুল পড়ুয়া এক বালকের দাফনের মধ্যে দিয়ে আজ (বৃহস্পতিবার) ফের দাফন কাজ শুরু হয়েছে।
পুলিশ এ পর্যন্ত প্রায় ৩০টি মৃতদেহ শনাক্ত করার পর স্বজনদের কাছে হস্তান্তর করেছে। শুক্রবার সবচেয়ে বেশি লাশ দাফন করা হবে বলে ধারণা করা হচ্ছে।
গত শুক্রবার জুমার নামাজের সময় সাম্প্রদায়িক খ্রিস্টান জঙ্গি অস্ট্রেলীয় যুবক ব্রেন্টন ট্যারান্টের নির্বিচার গুলিবর্ষণে ক্রাইস্টচার্চের দুটি মসজিদে ৫০ জন নিহত হন।
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন