ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করলো দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:০০, ৪ অক্টোবর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পেসার ডেল স্টেইনের অলরাউন্ড নৈপুণ্য ও লেগ-স্পিনার ইমরান তাহিরের হ্যাটট্রিকে জিম্বাবুয়েকে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১২০ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ফলে তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করে ২-০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা।

ব্লুমফন্টেইনে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় দক্ষিণ আফ্রিকা। জিম্বাবুয়ে বোলারদের নিয়ন্ত্রিত বোলিং-এ ১০১ রানে সপ্তম উইকেট হারিয়ে বসে প্রোটিয়ারা। এরপর দুই টেল-এন্ডার ব্যাটসম্যান আন্দিল ফেলুকুওয়াও ও স্টেইন ৭৫ রানের জুটি গড়েন। ফলে সম্মানজনক স্কোর গড়ার পথ পায় দক্ষিণ আফ্রিকা।

ফেলুকুওয়াও ২৮ রানে থামলেও, ওয়ানডে ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন স্টেইন। শেষ পর্যন্ত শেষ ব্যাটসম্যান হিসেবে ব্যক্তিগত ৬০ রানে থেমে যান স্টেইন। তার ৮৫ বলের ইনিংসে ৮টি চার ও ১টি ছক্কা ছিলো। দক্ষিণ আফ্রিকা ৪৭ দশমিক ৩ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১৯৮ রান করতে পারে। জিম্বাবুয়ের তেন্ডাই চাতারা ৪২ রানে ৩ উইকেট নেন।

জবাবে ১৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বোলারদের তোপে ২৪ ওভারে ৭৮ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকার তাহির ২৪ রানে ৬ উইকেট নেন। এ ম্যাচে দক্ষিণ আফ্রিকার চতুর্থ খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক করেন তাহির। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে ৪৫তম হ্যাটট্রিক এটি। ম্যাচ সেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার স্টেইন। ব্যাট হাতে ৬০ রানের পর বল হাতে ১৯ রানে ২ উইকেট নেন স্টেইন।

পার্লে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

নিউজওয়ান২৪/এএস

খেলা বিভাগের সর্বাধিক পঠিত