ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

জিতের যে গানের খরচ ৪০ লক্ষ টাকা

শোবিজ ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৪, ১৫ মার্চ ২০১৭  

জিত এর ‘গেম’ মুভির টাইটেল ট্রাক নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় ৪০ লক্ষ টাকা।

যেখানে আর কিছু টাকা দিলে একটা আর্ট ফ্লিম বানানো যেত সেখানে একটা গানের নির্মাণ ব্যায় এত!

সাধারন ট্রাকের রং পালটে বানিয়ে ফেলা হয় আর্মি ট্রাক। গানটির কোরিওগ্রাফি করেছেন স্বয়ং পরিচালক বাবা যাদব। সুর দিয়েছেন জিত গঙ্গোপাধ্যায়। গেয়েছেন জাভেদ আলি। গানের জন্য প্রয়োজন ছিল ৮০ থেকে ১০০ জন নাচিয়ে। তাই কলকাতা এবং মুম্বাই দুই শহর থেকেই সেরা ডান্সাররা উপস্থিত ছিলেন। তারাই পরেছেন সেনাবাহিনীর ইউনিফর্ম।

`গেম`-এর এই টাইটেল ট্র্যাকের আয়োজন পর্বই ছিল এলাহি কান্ড! এখন পর্যন্ত কলকাতা বাংলা ছবিতে সবচেয়ে দামি গানও কি এটাই?

বাংলা ছবির গানের পেছনে খরচ কত হয়, সে তর্কে না গিয়ে এটা চোখ বুজে বলে দেয়া যায়, জিত আছেন এমন কোনও ছবির কোনও একটি গানের পেছনে এটাই আজ পর্যন্ত সবচেয়ে বেশি ব্যায়।

এই গানের আনুমানিক খরচ ছিল ৪০ লক্ষ টাকা! হ্যাঁ, দুবাইতে শ্যুট করা `গেম`-এরই অন্য কিছু গানের চেয়েও কয়েকগুণ বেশি।

নিউজওয়ান২৪.কম