জিডি বা সাধারণ ডায়েরি করবেন যেভাবে
ইত্যাদি ডেস্ক

ফাইল ফটো
থানায় মামলা হওয়ার যোগ্য নয় এমন ঘটনায় জিডি বা সাধারণ ডায়েরি করতে হয়। আবার কেউ যদি ভয়-ভীতি দেখায় বা কারো কোনো নিরাপত্তার অভাব দেখা দেয়, তাহলেও কোনো ধরনের অপরাধের আশঙ্কায় জিডি হতে পারে।
এরপরই পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।
আর জিডি বা সাধারণ ডায়েরি করার জন্য কিছু নিয়ম-কানুন রয়েছে। এসব নিয়ম-কানুন জানলে খুব সহজেই জিডি করা যায়। তাই আসুন কীভাবে জিডি করতে হয় তার বিস্তারিত জেনে নেই-
জিডি কী: কোন মূল্যবান জিনিসপত্র বা দলিল হারিয়ে গেলে ভবিষ্যতে কারো দ্বারা কোনো ব্যক্তির জীবন বা সম্পদের ক্ষয়-ক্ষতির আশঙ্কা থাকতে পারে। এ ধরনের বিষয় এড়ানোর জন্যই সংশ্লিষ্ট থানার ওসির বরাবর লিখিত আবেদনই জিডি (জেনারেল ডায়েরি) বা সাধারণ ডায়েরি।
জিডি কেন করা হয়: কারো কোনো মূল্যবান জিনিসপত্র (মোবাইল, ল্যাপটপ, মোটরসাইকেল, স্বর্ণালংকার ইত্যাদি) হারিয়ে গেলে জিডি করা হয়। এছাড়াও বিভিন্ন মূল্যবান দলিল, সনদ, পরিচয়পত্র, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ইত্যাদি হারিয়ে গেলেও সংশ্লিষ্ট ব্যক্তি জিডি করতে পারেন। আবার কোনো ব্যক্তি জীবননাশের হুমকি পেলে অথবা তার জীবন বা সম্পদের ক্ষয়-ক্ষতির আশঙ্কা করলে ওই বিষয়ে জিডি করতে পারেন।
জিডি কোথায় করা হয়: জিডি বা সাধারণ ডায়েরি করার ক্ষেত্রে ঘটনার স্থান খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত যে এলাকায় কোনো জিনিস হারিয়ে যায় অথবা জীবন বা সম্পদের ক্ষয়-ক্ষতির হুমকি আসে, ওই এলাকার নির্দিষ্ট থানার ওসি বরাবর জিডি করতে হয়।
অনলাইনেও করা যায়: বর্তমানে অনলাইনেও জিডি করা যায়। এর জন্য www.police.gov.bd ওয়েবসাইটে গিয়ে ‘Citizens help request’–এ ক্লিক করতে হবে।
জিডি’র ফি: জিডি করার জন্য সরকারিভাবে কোনো ফি নির্ধারণ নেই। তাই ভুক্তভোগী বিনামূল্যে সংশ্লিষ্ট থানার ওসি’র কাছে লিখিত আকারে আবেদন করতে পারেন। কেউ জিডি লিখতে না পারলে কর্তব্যরত অফিসারের সাহায্য নিতে পারেন।
জিডি’র কপি: জিডির একটি কপিতে থানার ওসি জিডি নম্বর লিখেন। এরপর তারিখসহ স্বাক্ষর করেন এবং অফিস সীল মেরে দেন। পরে এটির একটি অনুলিপি ভুক্তভোগীকে সংরক্ষণের জন্য দেয়া হয়। অন্য একটি কপি থানায় নথিভুক্ত করে রাখা হয়। এরপর থানার ওসি জিডির বিষয়বস্তু আমলে নিয়ে ঘটনার সত্যতা ও গুরুত্ব অনুযায়ী ব্যবস্থা নেন।
নিউজওয়ান২৪.কম/আ.রাফি
- বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম নারী শেখ হাসিনা
- সিরাজুল আলম খান রহস্য, একটি রাজনৈতিক বিতর্ক
- ঘটনা গুরুতর: প্রধান বিচারপতির উত্তরের আশায় পুরো বাংলাদেশ!
- পিরিয়ডের সময় যে খাবারগুলো ক্ষতিকর
- ‘ডোপ টেস্ট’ কী? জেনে নিন...
- দুর্লভ সাদা গোখরাটি জ্যান্ত গিলে খেল অপর সাপকে! (ভিডিও)
- মইনুলকে জানি না তবে মাসুদা ভাট্টি চরিত্রহীন: তসলিমা
- আহ! কাকের বাসা
- উন্মাদের পরিবেশ সচেতনতা কার্টুন প্রদর্শনী শুরু
- র্যাবের নয়া এডিজি কর্নেল আনোয়ার লতিফ খান, পিএসসি
- ৫ বছর আগের কার্টুনের বক্তব্য...
- বিবস্ত্র হয়ে ঘর পরিষ্কার, অতঃপর...
- কেমন যাবে আপনার আজকের দিন
- গরীবের কংকাল ঢাকে ধনবানের স্ফীত উদর!
- রওশনের বাবা নাকি এরশাদ?- প্রথম আলো