ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

জামিনে মুক্ত ভিকারুননিসার শিক্ষিকা হাসনা হেনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৪, ৯ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

ছাত্রী আত্মহত্যা প্ররোচণা মামলায় ভিকারুননিসার শ্রেণি শিক্ষিকা হাসনা হেনার জামিন মঞ্জুর করেছেন আদালত। 

রবিবার বিকালে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ এই আদেশ দেন।

এর আগে শিক্ষিকা হাসনা হেনার আইনজীবীরা আদালতে তার জামিন আবেদন করেন। পরে আদালতের হাকিম তা মঞ্জুর করেন।

এদিকে, শিক্ষিকা হাসনা হেনার মুক্তির দাবিতে টানা চার দিনের মত অনশন ও বিক্ষোভ করে শিক্ষার্থী ও অভিভাবকরা। অরিত্রি অধিকারীকে আত্মহত্যার প্ররোচণা দেয়ার মামলায় গ্রেফতার হওয়া শিক্ষক হাসনা হেনার মুক্তির দাবিতে এ অনশনে নামে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও অভিভাবকরা।

এর আগে, সোমবার (৩ ডিসেম্বর) দুপুরে বাবকে অপমান করায় শান্তিনগরে নিজ বাসায় আত্মহত্যা করে ভিকারুননিসার শিক্ষার্থী অরিত্রি অধিকারী। পরে আত্মহত্যায় প্ররোচণা দেয়ায় ভিকারুননিসার অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার প্রধান জিনাত আক্তার ও শ্রেণি শিক্ষিকা হাসনা হেনার বিরুদ্ধে পল্টন থানায় মামলা দায়ের করেন অরিত্রির বাবা।

এরপরে গত বুধবার (৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর উত্তরা থেকে শিক্ষিকা হাসনা হেনাকে গ্রেফতার করে পুলিশ।

নিউজওয়ান২৪/এএস

আরও পড়ুন
আইন আদালত বিভাগের সর্বাধিক পঠিত