ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

জাবালে নূরের মালিকসহ ৬ জনের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৮, ২৫ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীকে বাসচাপায় নিহতের ঘটনায় জাবালে নূর পরিবহনের মালিকসহ ৬ জনের বিচার শুরু হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েস জাবালে নূর পরিবহনের মালিক শাহাদাত হোসেনসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমেই আলোচিত এই ঘটনার মূলহোতাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হলো।

অভিযোগ গঠনের আগে কারাগার থেকে শাহাদাত হোসেনসহ চারজনকে আদালতে হাজির করা হয়। তাদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। অভিযোগ গঠনের সময় তারা নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশা করেন।

যাদের বিচার শুরু হলো- জাবালে নূরের মালিক মো. শাহদাত হোসেন আকন্দ (৬০), চালক মাসুম বিল্লাহ (৩০), হেলপার মো. এনায়েত হোসেন (৩৮) ও চালক মো. জোবায়ের সুমন (৩৬) এবং বাস মালিক মো. জাহাঙ্গীর আলম (৪৫) ও হেলপার মো. আসাদ কাজী (৪৫)। আসামিদের মধ্যে শেষের ২ জন পলাতক।

২২ অক্টোবর ছয়জনের বিরুদ্ধে চার্জগঠনের শুনানির জন্য আজকের ২৫ অক্টোবর দিন ধার্য করেছিলেন আদালত। গত ৬ সেপ্টেম্বর বাংলাদেশ দণ্ডবিধির ২৭৯, ৩২৩, ৩২৫, ৩০৪ ও ৩৪ ধারায় আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন ডিবি পুলিশ উত্তর ক্যান্টনমেন্ট জোনাল টিমের ইন্সপেক্টর কাজী শরীফুল ইসলাম।

গত ২৯ জুলাই জাবালে নূর পরিবহনের দুই বাসের রেষারেষিতে একটি বাস হোটেল র‌্যাডিসনের বিপরীতে জিল্লুর রহমান ফ্লাইওভারের পাশে রাস্তায় অপেক্ষারত শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের ১৪-১৫ জন ছাত্র-ছাত্রীর ওপর উঠিয়ে দিয়ে চালক পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় বিচার ও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে রাজধানীসহ পুরো দেশ।

এক পর্যায়ে ঘাতক বাস জাবালে নূরের রুট পারমিট বাতিল করে বিআরটিএ। নিহত শিক্ষার্থী দিয়া খানমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। গ্রেফতার করা হয়- জাবালে নূরের বাসের মালিক শাহাদাত হোসেন, দুই দুই চালক মাসুম বিল্লাহ ও জুবায়ের সুমন এবং দুই চালকের দুই সহকারী এনায়েত হোসেনকে। তাদের একাধিবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। 

নিউজওয়ান২৪/এমএস

আরও পড়ুন
আইন আদালত বিভাগের সর্বাধিক পঠিত