জাপার মনোনয়ন তালিকা ঘোষণা হয়নি
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করার কথা ছিল, বিক্ষুব্ধ নেতাকর্মীদের স্লোগানে শেষ পর্যন্ত মনোনয়নপ্রাপ্তদের তালিকা ঘোষণা করতে পারেনি দলটি।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা ৩০০ আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণার দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি অনুকূলে না থাকায় শেষ পর্যন্ত কোনো প্রার্থীর নামই ঘোষণা করেননি পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।
সোমবার (২৬ নভেম্বর) পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার কথা থাকলেও তিনি আসেননি। সংবাদ সম্মেলনে উপস্থিত হন মহাসচিব এবিএম রুহুলি আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ ও ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
তিনি বলেন, জাতীয় পার্টি দুইশোর কাছাকাছি আসনে প্রার্থী দেবে। এ বিষয়ে দুই-একদিনের মধ্যে মহাজোটের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টি প্রার্থী তালিকা প্রকাশ করবে। আমাদের সব কাজ এখনো শেষ হয়নি। আমরা মহাজোটের রূপরেখা নিয়ে এগোচ্ছি।
আওয়ামী লীগ ইতিমধ্যে ২৩১ আসরে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে, তারপরও আপনারা ২শ’ আসনে প্রার্থী দেবেন কিভাবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রুহুল আমিন হাওলাদার বলেন, আমরা মহাজোটের সঙ্গে কাজ করছি। এসব বিষয়ে নিয়ে চূড়ান্ত ঘোষণা মহাজোটের যৌথ সংবাদ সম্মেলনে দেওয়া হবে।
সংশ্লিষ্টরা বলছেন, জাতীয় পার্টিকে মহাজোট ৪৫টি আসন দিয়েছে। ইতিমধ্যে তা বণ্টনও করেছে জাতীয় পার্টি। আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করতে এসে পার্টির বনানী অফিসে উপস্থিত নেতা-কর্মীরা ৩শ’ আসনে প্রার্থী দাবি করায় তোপের মুখে পড়েন মহাসসচিব রুহুল আমিন হাওলাদার। যে কারণে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করতে পারেননি তিনি।
রহুল আমিন হাওলাদার সংবাদ সম্মেলনে বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করেই নির্বাচনে অংশগ্রহণ করছি। সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন হবে, এটাই আমাদের প্রত্যাশা। নির্বাচনে যে ফল হবে তা আমরা মেনে নেবো।
নিউজওয়ান২৪/এফএ
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
- বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
- এরশাদের এ কেমন অসুখ?
- এরশাদের ‘তেলেসমাতি খেইল’
- আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
- হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
- কে হবেন প্রধানমন্ত্রী?
- বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
- ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
- এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
- যেসব তথ্য গোপন করলেন এরশাদ
- ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)
- স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও