ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

জাপানে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৯, ১৯ মার্চ ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

নানা কর্মসূচির মধ্য দিয়ে জাপানের বাণিজ্যিক নগরী ওসাকায় সম্প্রতি পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে আলোচনাসভার আয়োজন করে ওসাকা আওয়ামী লীগ। এরআগে জন্মদিনের কেক কেটে দিনটি উদযাপন করা হয়।

আলোচনাসভায় বক্তরা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন দেশ দিয়েছেন। তিনি সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন এগিয়ে চলেছে। দেশের উন্নতির জন্য প্রবাসীদের আরও বেশি করে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।

এতে উপস্থিত ছিলেন মো. আমিনুর রহমান, আবু সাদাত সায়েম, মো হারুন অর রশিদ, ওসাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক অসীম কুমার সাহা, পিএইচডি গবেষক জসিম উদ্দিন, ওমর ফারুক, মিঠুন সাহা, ইমরুল তুষার, লোকমান খান, নারার জোবায়ের হাসান আকাশ, শিগা বিশ্ববিদ্যালয় অব মেডিকেল সায়েন্সে পিএইচডি গবেষক মারুফ হক খান, কোবে বিশ্ববিদ্যালয়ের সালমান মাহমুদ সিদ্দিকী রাফসান, মেহরুবা মনা, আশরাফ মাহমুদ রোমেল, ছাত্রলীগ নেতা দিদার প্রমুখ।

নিউজওয়ান২৪/ইরু

প্রবাসী দুনিয়া বিভাগের সর্বাধিক পঠিত