জাকির নায়েকের বিরুদ্ধে ভারতে চার্জশিট

জাকির নায়েক -ফাইল ফটো
জনপ্রিয় ও বিতর্কিত ইসলামি বক্তা জাকির নায়েকের বিরুদ্ধে ভারতের এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট (ইডি) চার্জশিট দিয়েছে। তার বিরুদ্ধে ১৯৩.০৬ কোটি রুপি মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার এ খর দিয়েছে এনবিটি।
নবভারত টাইমস.কম জানায়, ২০১৬ সালের ২২ ডিসেম্বর জাকির নায়েক ও তার এক সহযোগীর বিরুদ্ধে এক আর্থিক প্রতারণা মামলা দায়ের করা করেছিল ইডি। সেই মামলায় তার বিরুদ্ধে বৃহস্পতিবার চার্জশিট জমা দেওয়া হয়েছে।
ইডি সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সালের এক আর্থিক প্রতারণা মামলায় জাকির নায়েকের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে। বিতর্কিত এই ধর্মগুরু ও তার পরিচিত জনদের কাছ থেকে মোট ১৯৩ কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। এর মধ্যে জাকির নায়েকের নিজস্ব মালিকানাধীন ৫০ কোটি টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
বর্তমানে মালয়েশিয়ায় আশ্রিত জাকির নায়েকের বিরুদ্ধে এর আগেই একাধিক অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, শ্রীলঙ্কায় সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলায় তার ভাষণ মদত জুগিয়েছে বলেও অভিযোগ। সে সূত্রে এবার শ্রীলঙ্কাতেও নিষিদ্ধ হয়েছে তার টিভি চ্যানেল 'পিস টিভি'।আর মালয়েশিয়া থেকে তাকে ভারতে ফেরাতে নিরন্তর চাপ বাড়াচ্ছে দিল্লি। তবে এতে মাহাথির সরকার তেমন গাঁ করছে না।
এইসময় জানায়, আরব আমিরাতের দুবাই কেন্দ্রিক মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে জাকির নায়েকের ঘনিষ্ঠতার কথা ফাঁস করেছেন দাউদের ভাই ইকবাল কাসকার। জিজ্ঞাসাবাদে দুবাইয়ে গা-ঢাকা দেওয়া ইকবাল গোয়েন্দাদের এমন তথ্য দিছে বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম। গত মার্চের ১ তারিখে মুম্বাইতে নাজিমুদ্দি নামে জাকির নায়েকের একজন সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
নিউজওয়ান২৪.কম/আরকে
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন