জল্পনার অবসান, শেষ ২ যোদ্ধা মোসাদ্দেক-রাহি
স্টাফ রিপোর্টার
ফাইল ছবি
আজ (মঙ্গলবার) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স হলে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বিশ্বকাপ স্কোয়াড নিয়ে নানান জল্প-কল্পনা আর হিসেব নিকেশের আপাত অবসান হয়েছে। দল ঘোষণা করেছেন বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
গত প্রায় ১৫ দিন ক্রিকেটপাড়া ও শেরে বাংলার আশপাশে যেসব গুঞ্জন শোনা গেছে তাতে দল সম্পর্কে একটা পরিষ্কার ধারণা জন্মেছিলো সবার। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বারকয়েক বিশ্বকাপ স্কোয়াডের ব্যাপারে আলোচনাও করেছেন মিডিয়ায়।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং বিসিবি প্রধানের আগাম ভাষ্যের প্রতিফলন পাওয়া গেল ঘোষিত টাইগারদের বিশ্বকাপ স্কোয়াডে। ক্রিকেটের সবচেয়ে বড় আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন যারা তাদের নাম ঘোষণা করা হয়েছে আজ দুপুরে।
ঘোষিত ১৫ জনের স্কোয়াডে স্বাভাবিকভাবেই রয়েছেন পঞ্চপাণ্ডবের সবাই। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সহঅধিনায়ক সাকিব আল হাসান-ই। এছাড়া আছেন পঞ্চ পাণ্ডবের বাকি ৩তন পাণ্ডব তামিম ইকবাল, মুশফিকুর রহীম এবং মাহমুদউল্লাহ রিয়াদ। সঙ্গে রয়েছেন রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোহাম্মদ সাইফউদ্দিন এবং সাব্বির রহমানের নামও। এখানে ৫ যোগ ৮ অর্থাৎ ১৩ জন স্থান পেয়েছেন। বাকি দু’জন কে হবেন তা নিয়ে জল্পনা-কল্পনা ছিল অনেক। এবার তাও দূর হয়ে গেল; জানা গেলো সে দুইজনেরও নাম। দলে পঞ্চম পেসার হিসেবে সুযোগ পেয়েছেন আবু জায়েদ রাহি। আর ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতও আছেন।
তবে বিসিবি সভাপতি পাপন দল সম্পর্কে একটা আগাম ইঙ্গিত দিয়ে রেখেছেন তা হচ্ছে আয়ারল্যান্ডে হতে যাওয়া আসন্ন ত্রিদেশীয় সিরিজে পারফর্মেন্সের ভিত্তিতে দলে পরিবর্তন আসতে পারে। তিনি বলেন, অনেকের পারফর্মেন্সই বর্তমানে সন্তোষজনক নয়।
প্রসঙ্গত, বিশ্বকাপ স্কোয়াড ১৫ জনের হলেও ত্রিদেশীয় সিরিজে দল হবে ১৭ জনের।
মঙ্গলবার ঘোষিত টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহি।
নিউজওয়ান২৪.কম/আরকে
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল