‘জনপ্রিয়’ হয়ে উঠছে পৈশাচিক কর্মকাণ্ড!
স্টাফ রিপোর্টার

গাড়ির চাকায় হাওয়া দেওয়ার এয়ার কম্প্রেসর হয়ে উঠেছে মস্করা আর নির্মমতার অনুষঙ্গ
ঢাকা: রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় আহসান (২৫) নামের এক কাঠ মিস্ত্রির পায়ু পথে হাওয়া দিয়েছে সহকর্মী সাদ্দাম ও কামরুল।
শনিবার বেলা ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় আহসানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে পায়ু পথে হাওয়া দেওয়ার অভিযোগে সহকর্মী সাদ্দাম ও কামরুলকে আটক করে ঢামেক পুলিশ ক্যাম্প।
ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক জানান, শনিবার সকাল ১০টার দিকে আহসান ঘুমিয়ে ছিলেন। এসময় সহকর্মীরা দুষ্টামি করে তার পায়ুপথে কম্প্রেসরের পাইপ ঢুকিয়ে হাওয়া ঢুকিয়ে দেয়। এতে আহসানের পেট ভয়াবহভাবে ফুলে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢামেকে ভর্তি করা হয়।
জিজ্ঞাসাবাদের জন্য সহকর্মী সাদ্দাম ও কামরুলকে আটক করা হয়েছে বলে জানান ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল।
প্রসঙ্গত, গত বছরের আগস্টে খুলনা নগরীর টুটপাড়ার একটি মোটর গ্যারেজে মলদ্বারে কমপ্রেসর মেশিনের পাইপ দিয়ে বাতাস ঢুকিয়ে রাকিব (১৩) নামে এক শিশুকে হত্যা করে ওই কারখানার মালিক। ভালো সুযোগ-সুবিধা পাওয়ায় সম্প্রতি অন্য একটি গ্যারেজে কাজ নিলে শরীফকে এভাবে শধ্যযুগীয় নির্যাতন চালিয়ে হত্যা করে গ্যারেজ মালিক শরীফ। তারও আগে চোর সন্দেহে সিলেটে সামিউল আলম রাজন নামের এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়। খুনিরা এ হত্যাকাণ্ডের ভিডিও করে তা ছড়িয়ে দেয় ইন্টারনেটে।
এখন দেখা যাচ্ছে এ ধরনের নির্মতাকে মানুষ তাদের দৈনন্দিন বিনোদন তথা ঠাট্টা-মস্করার অনুষঙ্গ হিসেবেও ব্যবহার করা শুরু করেছে। সাঁতারকুলের এ ঘটনা তারই অশুভ ইঙ্গি বহন করছে বলে মনে করছেন মনস্তত্ত্ববিদরা।
নিউজওয়ান২৪.কম/এইউ
- বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম নারী শেখ হাসিনা
- সিরাজুল আলম খান রহস্য, একটি রাজনৈতিক বিতর্ক
- ঘটনা গুরুতর: প্রধান বিচারপতির উত্তরের আশায় পুরো বাংলাদেশ!
- পিরিয়ডের সময় যে খাবারগুলো ক্ষতিকর
- ‘ডোপ টেস্ট’ কী? জেনে নিন...
- দুর্লভ সাদা গোখরাটি জ্যান্ত গিলে খেল অপর সাপকে! (ভিডিও)
- মইনুলকে জানি না তবে মাসুদা ভাট্টি চরিত্রহীন: তসলিমা
- আহ! কাকের বাসা
- উন্মাদের পরিবেশ সচেতনতা কার্টুন প্রদর্শনী শুরু
- র্যাবের নয়া এডিজি কর্নেল আনোয়ার লতিফ খান, পিএসসি
- ৫ বছর আগের কার্টুনের বক্তব্য...
- বিবস্ত্র হয়ে ঘর পরিষ্কার, অতঃপর...
- কেমন যাবে আপনার আজকের দিন
- গরীবের কংকাল ঢাকে ধনবানের স্ফীত উদর!
- রওশনের বাবা নাকি এরশাদ?- প্রথম আলো