ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

জঙ্গিবাদ ও মাদকের সঙ্গে জড়িতদের ছাড় নয়: আইজিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৪, ২৭ সেপ্টেম্বর ২০১৮  

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের সঙ্গে জড়িতদের ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ তাদের কঠোর হাতে দমন করতে কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার সাতক্ষীরা স্টেডিয়ামে মাদক, জঙ্গি ও সন্ত্রাস বিরোধী এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় লাখো জনতার উপস্থিতিতে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এ সময় মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখে দিতে জনগনের সম্পৃক্ততার উপর গুরুত্ব আরোপ করেন আইজিপি। তিনি বলেন, মাদকের সঙ্গে যদি কোনো পুলিশ সদস্য জড়িত থাকেন, তাদেরও রক্ষা নাই।

এর আগে জাবেদ পাটোয়ারী সাতক্ষীরা শহরে পুলিশের মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী র‌্যালিতে নেতৃত্ব দেন। এছাড়া সমাবেশের পূর্বে কয়েকজন আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের হাতে ভ্যান গাড়ি তুলে দেন তিনি।

সমাবেশে সাতক্ষীরার এসপি সাজ্জাদুর রহমান সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন এমপি এসএম জগলুল হায়দার, সাবেক এমপি প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ, নৌ-পুলিশের ডিআইজি শেখ মারুফ হাসান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিশ্চিন্ত কুমার পোদ্দার, ডিসি ইফতেখার হোসেন প্রমুখ।

নিউজওয়ান২৪/টিআর

ইত্যাদি বিভাগের সর্বাধিক পঠিত