ঢাকা, ১২ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

ছোট্ট যে বিমানবন্দর...

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:৫০, ২৬ ডিসেম্বর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যেখানে সবকিছুই ছোট-ছোট। চারিদিকে সাগর জলের ঢেউ-মাঝখানে ছোট্ট একটি দ্বীপ। 

ফলে এখানকার একমাত্র বিমান বন্দরও যে পুতুল খেলার মতোই। ছোট্ট সেই এয়ারপোর্টের রানওয়ে একটু ছুটলেই শেষ। তাই তার নাম বিশ্বজুড়ে। দুনিয়ার সবথেকে ছোট্ট বলে কথা!

দ্বীপটার নাম সাবা। ক্যারিবিয়ান সাগরের এই দ্বীপটি  নেদারল্যান্ডস অধীনস্থ। কিছু আগ্নেয়গিরি, অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য ও বেলাভূমি ছড়িয়ে আছে এর চারদিকে। মাঝে মাঝে ঢেউ খেলানো পাহাড় ও জঙ্গল ছড়িয়ে আছে। এমনই সাবা দ্বীপের রাজধানী শহরের নাম হল দ্য বটম। পুরো দ্বীপটির এটাই প্রধান ও বড় শহর। আর এই শহরেই রয়েছে হুয়ানকো ই. ইরাওস্কেন বিমানবন্দর। এই বিমানবন্দরটি পৃথিবীর সবচেয়ে ছোট বিমানবন্দর। আর রানওয়ে মাত্র ৪০০ মিটার (১৩১২ ফুট)।

১৯৬১ সাল থেকে চালু হওয়া এই এয়ারপোর্ট ক্যারিবিয়ান সাগরের বিভিন্ন দ্বীপরাষ্ট্রের মধ্যে আকাশ পথে যোগাযোগের অন্যতম কেন্দ্র। আবার সুদূর ইউরোপে থাকা নেদারল্যান্ডসের সঙ্গেও অন্যতম যোগাযোগ কেন্দ্র। রানওয়ে খুব ছোট থাকায় বড় বিমান নামতে পারেনা ঠিকই, তবে দিনে বেশ কয়েকবার ছোট প্লেন ও হেলিকপ্টার কয়েকবার নামা ওঠা করে।

নিউজওয়ান২৪/আরএডব্লিউ

ইত্যাদি বিভাগের সর্বাধিক পঠিত