ছাত্রলীগের ৩ কর্মীকে জবি থেকে বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৩ বছর পূর্তি অনুষ্ঠানে আয়োজিত কনসার্টে এক গাড়ি চালকের উপর হামলা ও জখম করার অভিযোগে ৩ ছাত্রলীগ কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার প্রকৌশলী ওহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
বহিষ্কৃতরা হলেন, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল-সাদিক, উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম শান্ত এবং ২০১৬- ১৭ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের বিভাগের শিক্ষার্থী মো. আশিকুর রহমান আশিক।
জানা যায়, গত ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে সমাজ বিজ্ঞান অনুষদ মাঠে আয়োজিত কনসার্ট পর্বে হট্টগোল ও দুই পক্ষের ধাওয়া পালটা ধাওয়া ঘটে। এরপর গত ৫ নভেম্বর তারিখ সন্ধ্যায় ক্যাম্পাসের মূল গেইটে রাব্বি মিয়া নামক একজন গাড়ি চালকের উপর অতর্কিত হামলা করে গুরুতরভাবে জখম ও আহত করে অভিযুক্তরা।
পরবর্তীতে বিষয় দুটি আমলে নিয়ে তদন্ত কমিটি গঠন করে প্রশাসন। কমিটির তদন্তে তাদের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় এবং বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা পরিপন্থী কাজের সাথে সম্পৃক্ত থাকায় ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল-সাদিক (আই.ডি নং: ই১৫০৪০৪০১১) ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম শান্ত (আই.ডি নং: ই১৫০৬০১০৩৩) এবং ২০১৬- ১৭ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের বিভাগের শিক্ষার্থী মো. আশিকুর রহমান আশিক (আই.ডি নং: ই১৬০৪০৫০৫৮)-কে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
এর আগেও সহপাঠীকে রক্তাক্ত করার অপরাধে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার হন তৌহিদুল ইসলাম শান্ত।
নিউজওয়ান২৪/এএস
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত
- ভারত সফরে দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি হয়নি: শেখ হাসিনা