ছাগলনাইয়া নির্বাচন স্থগিত
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। সেই সঙ্গে দুই স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতাও স্থগিত করা হয়েছে।
আগামী ৩১ মার্চ পর্যন্ত এ স্থগিতাদেশ দেওয়া হয়েছে। ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।
সোমবার (২৫ মার্চ) চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এ আদেশ দেন।
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ৩১ মার্চ ছাগলনাইয়া উপজেলায় ভোটগ্রহণ করার কথা ছিল। এ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফেনী জেলা জজ আদালতের এপিপি শহিদুল্লাহ মজুমদার এবং সাবেক ছাত্রলীগ নেতা আবদুল হালিম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
কিন্তু গত ৬ মার্চ রিটার্নিং কর্মকর্তা তাদের মনোনয়নপত্র বাতিল করেন। এ আদেশের বিরুদ্ধে তারা আপিল করেও প্রার্থিতা ফিরে না পাওয়ায় হাইকোর্টে রিট করেন।
গত ১৪ মার্চ হাইকোর্ট এক আদেশে তাদের মনোনয়নপত্র বৈধ বলে আদেশ দেন।
এ অবস্থায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রার্থী মেজবাহুল হায়দার চৌধুরী সোহেল। শুনানি শেষে আজ চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাইকোর্টের আদেশ স্থগিত করলেন।
আদালতে মেজবাহুল হায়দার চৌধুরীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অপরপক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।
নিউজওয়ান২৪/ইরু
- কুমিল্লার এক মামলায় জামিন পেলেন খালেদা
- জঙ্গি অর্থায়ন: শাকিলার জামিন ২০ মার্চ পর্যন্ত স্থগিত
- ফাঁসির মঞ্চ নেই ফেনীতে: কুমিল্লা-চট্টগ্রাম জেলে যাবে রাফির খুনিরা
- জামিন আবেদন নাকচ, ‘শিক্ষা প্রতিমন্ত্রী’ কারাগারে
- আবরার হত্যা: কারাগারে ‘পিটুনি-সম্বর্ধনা’ অনিককে
- খসরুর জামিন বাতিল, কারাগারে পাঠানোর নির্দেশ
- রেনু হত্যায় গুজব রটনাকারী রিয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- কারাগারে নেয়া হচ্ছে খালেদাকে
- ঐতিহাসিক ৭ মার্চকে জাতীয় দিবস ঘোষণা
- সস্ত্রীক জামিন পেলেন মির্জা আব্বাস
- অরিত্রীর আত্মহত্যা: মামলার প্রতিবেদন ৯ জানুয়ারি
- ৯ বছর পর জানা গেল!
ডিভোর্সড স্ত্রীকে বারবার দেখতে যাওয়ার মাশুল... - প্রেমিক সৈকত যে কারণে রুম্পাকে হত্যা করে বলে সন্দেহ পুলিশের
- পাপিয়াকাণ্ডে মানবজমিন সম্পাদকসহ ৩২ জনের বিরুদ্ধে এমপির মামলা
- সেফুদার বিরুদ্ধে বাংলাদেশ ও অস্ট্রিয়ায় দুই মামলা