ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

ছবি তোলায় ২৪ শ্রমিককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫১, ৫ ডিসেম্বর ২০১৮  


ইন্দোনেশিয়ায় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর হামলায় কমপক্ষে ২৪ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। 

এসময় বন্দুকধারীদের গুলিতে একজন সেনাও নিহত হয়েছে। রোববার দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ পাপুয়ায় এই হামলার ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা প্রদেশের প্রত্যন্ত পাহিড়ি এলাকা নদুগা’র সড়ক ও সেতু নির্মাণকাজে নিয়োজিত ছিল।

দেশটির সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মুহাম্মদ আইদি স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, গত ১ ডিসেম্বর ওই অঞ্চলের স্বাধীনতা দিবস পালন করছিল ওই ‘সশস্ত্র বিচ্ছিন্নতা অপরাধী গোষ্ঠীটি’। এসময় নির্মাণ প্রতিষ্ঠান পিটি ইসতাকা কারায়া’র অধীনে কর্মরত শ্রমিকদের একজন তাদের ছবি তোলেন। এতে তারা রেগে গিয়ে ওই ২৪ শ্রমিককে গুলি করে হত্যা করে তারা।

ঘটনার পরদিন সোমবার এ বিষয়ে তদন্তের জন্য পুলিশ ও সেনারা ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা। এতে এক সেনাসদস্য নিহত এবং আরো এক সেনা আহত হন।

হামলাকারীদের বিচ্ছিন্নতাবাদী দলের সদস্য বলে দাবি করেছে পুলিশ। দীর্ঘ কয়েক দশক ধরে পপুয়ার স্বাধীনতার জন্য লড়াই করে যাচ্ছে একটি গোষ্ঠী।

সূত্র: বিবিসি

নিউজওয়ান২৪/এমএম

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত